পুজোর পর পশ্চিমবঙ্গে বাড়তে পারে করোনা সংক্রমণ। তাই আগেভাগে যে কোনও পরিস্থিতি সামাল নিতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সোমবারই নবান্নে এ নিয়ে এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হয়। আর তাতে ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের মরশুমে অ্যাম্বুল্যান্স এবং হাসপাতালের বেডের পর্যাপ্ত বন্দোবস্ত রাখার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল ও সেফ হোমে কোভিড মোকাবিলায় আরও ২১৭৪টি বেড বাড়ানো হল।
এদিন স্বাস্থ্য দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজ্যজুড়ে নতুন ১৬৩৯টি জেনারেল অক্সিজেনেটেড বেডের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ এই বেডগুলির পাশে অক্সিজেনের ব্যবস্থা থাকছে। খুব অসুস্থ নয় এমন করোনা রোগীদের জন্য এই বেড অক্সিজেন দেওয়ার কাজে ব্যবহার করা হয়। নীচে দেখে নিন রাজ্যের কোন কোন জেলার কোন হাসপাতাল বা সেফ হোমে এমন কটি নতুন বেড দেওয়া হয়েছে—
একইসঙ্গে করোনা–সহ অন্যান্য সঙ্কটাপন্ন রোগীদের ক্রিটিকাল কেয়ারের জন্য রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল ও সেফ হোমে ৫৩৫টি অতিরিক্ত আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে সর্বাধিক ৮০টি আইসিইউ বেড দেওয়া হয়েছে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। অন্যান্য রাজ্যের কোন কোন হাসপাতালে কটি আইসিএই বেড দেওয়া হয়েছে নীচে দেখে নিন—