বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এবার সাইকেলে চড়ে বিনিয়োগ আসবে রাজ্যে, সাইকেল কারখানার অনুমোদন মমতার মন্ত্রিসভার

এবার সাইকেলে চড়ে বিনিয়োগ আসবে রাজ্যে, সাইকেল কারখানার অনুমোদন মমতার মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি: পিটিআই) (HT_PRINT)

সাইকেল কারখানার হাত ধরে রাজ্যে কর্মসংস্থানও হবে বলে আশা সরকারের।

বিভিন্ন সময় প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাইকেল কারখানা তৈরির কথা বলতে শোনা গিয়েছে। এই বিষয়ে শিল্পপতিদের উদ্যোগী হতে বলেছিলেন মুখ্যনন্ত্রী। আর এবার রাজ্যে সাইকেল কারখানা তৈরির জন্য দরপত্র গ্রহণের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। মমতার নেতৃত্বে মন্ত্রিসভা কারখানার দরপত্র আহ্বান জানানোর বিষয়টি অনুমোদন দেয় বৃহস্পতিবার। 

জানা গিয়েছে, যেই সাইকেল কারখানা তৈরি হবে, সেটি থেকেই আগামীতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল নেবে রাজ্য। রাজ্যের বিপুল পরিমাণ সাইকেলের প্রয়োজনীয়তা রয়েছে সবুজ সাথী প্রকল্পের অধীনে। এই আবহে মমতার কাছে সাইকেল কারখানা তৈরির জন্য আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি সংস্থা। আর তাই এবার কারখানা তৈরির পথে একধাপ পা বাড়াল রাজ্য সরকার। এর ফলে সাইকেল কারখানাকে ঘিরে রাজ্যে কর্মসংস্থানও হবে। 

উল্লেখ্য, রাজ্যে সবুজ সাথীর মতো প্রকল্পের জন্য ভিনরাজ্য থেকে সাইকেল কিনে আনতে হয় সরকারকে। এর জেরে রাজ্যের কোষাগারে বেশ চাপ পড়ে। তবে সাইকেল যদি রাজ্যেই তৈরি হয়, সেক্ষেত্রে কোষাগারে চাপ কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে সরকারি চাকরিতে নয়া শূন্যপদ তৈরির ক্ষেত্রেও এদিন পদক্ষেপ নিয়েছে সরকার। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে চাকরির সুযোগ বাড়াতে এই সংক্রান্ত একটি প্রস্তাবকে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভায়। এর ফলে বিভিন্ন সরকারি দফতরে ৪৮৬টি নতুন পদ তৈরি হল। নতুন এই শূন্যপদে নতুন করে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।  জানা গিয়েছে, পঞ্চায়েত দফতরে ৪৩৭টি শূন্পদ তৈরি হয়েছে। নারী ও শিশু কল্যান দফতরে তিনটি শূন্যপদ তৈরি করা হয়েছে। স্বাস্থ্য দফতরে ৫ জন নতুন কর্মী নিযোগ করা হবে। তাছাড়া স্বরাষ্ট্র দফতরে ৪০টি শূন্যপদ তৈরি হয়েছে। অর্থ দফতরে ১ জনকে নতুন পদে নিয়োগ করা হবে।

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

বাইডেন-ট্রাম্পের মামলায় নজর দিন, কেজরিকাণ্ডে নাক গলানো আমেরিকাকে 'পাঠ' বিজেপির 'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.