লকডাউনের সময় জরুরি প্রয়োজন? কোথাও বেরোতে হবে বা কোনও সমস্যায় পড়েছেন? দেশজুড়ে তালাবন্ধের সময় যে কোনও জরুরি প্রয়োজন হলে বা সমস্যায় পড়লে যোগাযোগের জন্য একাধিক নম্বর চালু করেছে রাজ্য সরকার। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও যোগাযোগ করা যাবে। প্রবীণদের জন্যও রয়েছে বিশেষ নম্বর। একইসঙ্গে জরুরি প্রয়োজনে অ্যাপ ক্যাবের জন্যও হেল্পলাইন চালু করেছে রাজ্যের ওলা ও উবের সংগঠন। একনজরে দেখে নিন সেই গুরুত্বপূর্ণ নম্বরগুলি -
নবান্ন কন্ট্রোল রুম : ১০৭০ বা ০৩৩-২২১৪৩৫২৬।
টোল ফ্রি কল সেন্টার : ১৮০০-৩১৩-৪৪৪-২২২।
রাজ্য সরকারের হেল্পলাইন : ০৩৩-২৩৪১২৬০০।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা হেল্পলাইন : ০৩৩-২৪৩১২৬০০।
কন্ট্রোল রুম : ০৩৩-২২৩৬১৯১৬, ০৩৩-২২৩৬০৪৬২, ৯৪৩২০২২১৪৭, ৮৬৯৭৭৩৩৪০৪, ৮৬৯৭৭৩৩৩৯১ ও ৮৬৯৭৭৩৩৩৯২।
প্রবীণ নাগরিকদের হেল্পলাইন নম্বর : ৯৮৩০০৮৮৮৮৪
হোয়্যাটসঅ্যাপ নম্বর : ৯৮৩০১৭৭০০০।
ওলা ও উবেরের কন্ট্রোল রুম নম্বর : ৯৪৩৪৩১৫৮৯২, ৮৩৩৫০০২১৩৩, ৯৪৩৪৫৫৪৯৪।