সোমবার বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ২ হাজার ৭২২ জনের নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দিল রাজ্যের মন্ত্রিসভা। রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির একের পর এক মামলা উঠে আসছে। এদিকে সম্প্রতি সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি উপনির্বাচনে হারহজম করতে হয়েছে শাসকদলকে। এই আবহে পঞ্চায়েত নির্বাচনের আগে ফের মানুষের মন জয় করতে উঠে পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের ১ হাজার ৭২৯টি পদ পূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রন্থাগার দফতরের ৭৩৮টি শূন্যপদেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ হবে উত্তর ২৪ পরগনায়, যেখানে নিযুক্ত হবেন ৬০ জন। এছাড়াও গ্রামীণ লাইব্রেরির জন্য পূর্ব বর্ধমানে ৫৫ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৫২ জনকে নিয়োগ করা হবে। (আরও পড়ুন: এবার কলকাতাতেও তৈরি হতে চলেছে 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টার', বড় ঘোষণা মমতার)
এদিকে কৃষি দফতরে ১২২টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগের সিদ্ধান্তও চূড়ান্ত করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। তাছাড়া বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোচবিহারে কেএলও ছেড়ে দেওয়া ২ জনকে এবং ঝাড়গ্রামে মাওবাদি সংগঠনন থেকে মূলস্রোতে ফেরা ২২ জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এছাড়া পুরুলিয়ায় ২টি একলব্য মডেল স্কুল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবারের বৈঠকে। এদিকে পুরুলিয়া ও বাঁকুড়ার একলব্য মডেল স্কুলের বিভিন্ন পদে ৭৪ জনকে নিয়োগ করা হবে। কালিম্পং এবং ঝাড়গ্রামে সমবায় দফতরের বিভিন্ন পদে ৪৪ জনকে নিয়োগ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে গতকাল।
আরও পড়ুন: কলকাতার মুকুটে জুড়বে নয়া পালক, ডিসেম্বরে গঙ্গার নীচ দিয়ে যাওয়া যাবে মেট্রো চেপে
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে মাদ্রাসা শিক্ষা দফতরের একাধিক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আদালতে এই নিয়ে মামলা চলছে। এরই মাঝে সাগরদিঘির হার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শাসকদলের। এই আবহে সরকারি স্তরে সংখ্যালঘুদের মন জয় করতে তড়িঘড়ি এই নিয়োগ সম্পন্ন করার সিদ্ধান্ত নিলেন মমতা। এদিকে রাজ্যের গ্রন্থাগারগুলিতে দীর্ঘদিন ধরে শূন্যপদ পড়ে থাকার অভিযোগ উঠেছিল। এই নিয়োগ প্রসঙ্গে ওই দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদন মেলার পর গ্রামীণ লাইব্রেরিতে ৭৩৮টি পদে নিয়োগ হবে। ডানা গিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটকে চেয়ারম্যান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তাঁরা নিয়োগ কার্যকর করার কাজ করবেন।