বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চা শ্রমিকদের বাড়ি বানিয়ে দেবে সরকার, শিলিগুড়িতে ঘোষণা মমতার

চা শ্রমিকদের বাড়ি বানিয়ে দেবে সরকার, শিলিগুড়িতে ঘোষণা মমতার

West Bengal Chief Minister Mamata Banerjee addresses administrative review meeting at branch secretariat ''Uttar Kanya'', in Siliguri on Tuesday. (ANI Photo)

মুখ্যমন্ত্রী এদিন জানান, গরিব চা শ্রমিকদের জন্য আবাস প্রকল্পের জন্য ইতিমধ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আগামী ২ মাসের মধ্যে কাজ শুরু হবে।

বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য আবাস প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে একথা ঘোষণা করেন তিনি। ‘চা সুন্দরি’ নামে এই প্রকল্পে গৃহহীন চা শ্রমিকদের বাড়ি করে দেবে সরকার। 

মুখ্যমন্ত্রী এদিন জানান, গরিব চা শ্রমিকদের জন্য আবাস প্রকল্পের জন্য ইতিমধ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আগামী ২ মাসের মধ্যে কাজ শুরু হবে। উত্তরবঙ্গের ৩৭০টি চা-বাগানের প্রায় ৩ লক্ষ চা শ্রমিক রয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ৭টি ৩,৬৯৮টি চা-বাগানের শ্রমিকরা প্রথম এই সুবিধা পাবেন। 

বলে রাখি, চা বাগানের জমি বেসরকারি মালিকানাধীন। শ্রমিকরা সেখানে মালিকের অনুমতিক্রমে কলোনি বানিয়ে থাকেন মাত্র। সেক্ষেত্রে সাধারণ আবাস যোজনায় চা – শ্রমিকদের বাড়ি বানিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে চা বাগানের শ্রমিককে বাড়ি বানিয়ে দিলে তার আইনি মালিক কে হবেন তা নিয়ে প্রশ্ন থাকছেই।

এছাড়া এদিন উত্তরবঙ্গেও পুরোহিত ভাতা প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। জলপাগুড়ির জল্পেশ মন্দিরের পুরোহিতের হাতে ভাতার চেক তুলে দেন মমতা। সঙ্গে জানান, রাজ্যে মোট ১৮,৩১১টি মন্দিরের পুরোহিতদের চিহ্নিত করা হয়েছে। সঙ্গে আরও ১৮,২২৩ জন পুরোহিত ভাতা পাবেন। মাসিক ১০০০ টাকা ভাতার পাশাপাশি বাড়ি করার জন্য পাবেন ১.২০ লক্ষ টাকা। 

রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ধুয়েমুছে সাফ হয়েছে তৃণমূল। পাহাড় থেকে গৌড়বঙ্গে ফুটেছে পদ্মফুল। ২০২১ ফিরতে হলে উত্তরবঙ্গে তৃণমূলের পারফর্মেন্সের স্বাস্থ্যোদ্ধার আশু কর্তব্য মমতার কাছে। সেই কাজেই নিজের স্টাইলে নেমেছেন মমতা। 

 

বাংলার মুখ খবর

Latest News

করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.