বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা মমতার

বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা মমতার

সোমবার খাতড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন অমিত শাহের নাম না করেই মমতা বলেন, ‘একটা মূর্তিতে মালা দিয়েছিলেন। পরে আপনারা বললেন, আরে ওটা বিরসা মুন্ডা নয়। ওটা একটা অন্য কোনও শিকারির মূর্তি। আমি শিকারিকেও সম্মান জানাই। সেও তো আমার ভাই। কিন্তু তুমি মিথ্যে কথা বলছো কেন?’

অমিত শাহের সফরে মূর্তি বিতর্কের পর এবার আদিবাসী বীর বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভা থেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

এদিন অমিত শাহের নাম না করেই মমতা বলেন, ‘একটা মূর্তিতে মালা দিয়েছিলেন। পরে আপনারা বললেন, আরে ওটা বিরসা মুন্ডা নয়। ওটা একটা অন্য কোনও শিকারির মূর্তি। আমি শিকারিকেও সম্মান জানাই। সেও তো আমার ভাই। কিন্তু তুমি মিথ্যে কথা বলছো কেন?’

এর পরই আক্রমণের ঝাঁঝ বাড়ান মমতা। বলেন, ‘তুমি বিদ্যাসাগরের মূর্তি গিয়ে ভেঙে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে আরেকজনের গলায় মালা দিয়ে আসবে। তুমি বিরসা মুন্ডা বলে আরেকজনের গলায় মালা দিয়ে আসবে সেটা হবে না’। এর পর মমতা ঘোষণা করেন, ‘যে অপমান আপনারা করে গিয়েছেন…. আমি সরকারকে বলবো না। আমাদের মা মাটি মানুষ যারা করেন তারা বলেছেন ওখানে বিরসা মুন্ডার স্ট্যাচু হবে। আমি সরকার থেকে যেটা করবো সেটা হচ্ছে, আগামিদিন বিরসা মুন্ডার জন্মদিনেও রাজ্যে ছুটি থাকবে। তাঁকে সম্মান জানিয়ে এই কাজটা আমরা করতে চাই। অন্য মনীষীদের মতো বিরসা মুন্ডার জন্মদিনেও আগামী বছর থেকে ছুটি থাকবে।’

গত ৫ নভেম্বর দক্ষিণবঙ্গ সফরের প্রথম দিনে বাঁকুড়ায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহরের কাছে একটি মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। বিজেপির তরফে দাবি করা হয় মূর্তিটি বিরসা মুন্ডার। কিন্তু তা মানতে অস্বীকার করে একাধিক আদিবাসী সংগঠন। তাদের দাবি, মূর্তিটি এক আদিবাসী শিকারির। এর পরই এই নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়। আদিবাসী আবেগ জিততে একে অপরের ওপর হামলা চালায় তৃণমূল ও বিজেপি। অবশেষে বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা করে কিছুটা অ্যাডভান্টেজ পেতে চাইলেন মমতা।

 

বন্ধ করুন