বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘বগটুইয়ের H.S. পরীক্ষর্থীদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া যেতে পারে’ সংসদ সভাপতি

‘বগটুইয়ের H.S. পরীক্ষর্থীদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া যেতে পারে’ সংসদ সভাপতি

সাংবাদিকদের মুখোমুখি উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। নিজস্ব ছবি।

আগামী ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। তারই মধ্যে রামপুরহাটের বগটুই গ্রামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তাতে এখনও আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। বগটুই এবং আশেপাশের গ্রামে বহু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে। কিন্তু, আতঙ্কে এখন হয়ত তারা ঠিকমতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারছে না। ফলে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে অনেকেই। তাদের কথা ভেবে প্রয়োজন হলে সরকারের সঙ্গে কথা বলে আলাদা ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানালেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

পূর্ব মেদিনীপুরের পরীক্ষা সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরীক্ষা শুরু হতে এখনও বেশ কয়েক দিন সময় রয়েছে। ওই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে এবিষয়ে বিবেচনা করা হবে। যদি মনে হয় তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাহলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাতে বগটুই এবং পার্শ্ববর্তী এলাকার পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার সমস্ত ব্যবস্থা করা হবে।’

বুধবার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে পরীক্ষা প্রস্তুতি নিয়ে বৈঠকে শিক্ষা দফতরের আধিকারিকদের আলোচনা করেন সংসদ সভাপতি। বৈঠক শেষে বলেন, ‘এবার পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। কারণ পরীক্ষার্থীরা দু'বছর ধরে কোনও পরীক্ষা দেয়নি। এই অবস্থায় বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিলে সে ক্ষেত্রে তাদের সমস্যা হত। তাই তাদের সুবিধার কথা ভেবে এবার হোম সেন্টারে এর পরীক্ষা নেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, ‘এবার ৬৭২৭ টি কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। যা গতবারের তুলনায় তিন গুণ বেশি। এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে । স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে থাকবে সিসিটিভির নজরদারি । সবমিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় যাতে কোনকভাবেই কোনও বিপত্তি না ঘটে সেদিকে নজর রাখা হবে।’

বন্ধ করুন