বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > West Bengal HS Result 2022: প্রকাশিত হল ২০২২-এর উচ্চমাধ্যমিকের ফল, প্রথম দশে ২৪১, প্রথম হলেন অদিশা

West Bengal HS Result 2022: প্রকাশিত হল ২০২২-এর উচ্চমাধ্যমিকের ফল, প্রথম দশে ২৪১, প্রথম হলেন অদিশা

এবছরের পরীক্ষাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিলেন সংসদ সভাপতি।

সংসদ সভাপতি জানান, এবারে মোট পরীক্ষা দিয়েছেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২। মোট পাশ করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। কোনও অসম্পূর্ণ ফল নেই। ৭ জেলায় পড়ুয়াদের পাশের হার ৯০ শতাংশ। তালিকায় শীর্ষে পূর্ব মেদিনীপুর।

আজ সকাল ১১টা নাগাদ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রকাশ করলেন এবছরের উচ্চমাধ্যমিকের ফল। সংসদ সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন শুরুতেই। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শুরু করলেন সংবাদ সম্মেলন। সংসদ সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন শুরুতেই। (উচ্চমাধ্যমিকের ফল দেখুন এখানে)

সংসদ সভাপতি জানান, এবারে মোট পরীক্ষা দিয়েছেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২। মোট পাশ করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। কোনও অসম্পূর্ণ ফল নেই। ৭ জেলায় পড়ুয়াদের পাশের হার ৯০ শতাংশ। তালিকায় শীর্ষে পূর্ব মেদিনীপুর। তাছাড়া তালিকায় আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া।

এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার অদিশা দেবশর্মা। তিনি ৫০০-র মধ্যে পেয়েছেন ৪৯৮ নম্বর। শতাংশের নিরিখে ৯৯.৬ শতাংশ। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। পেয়েছেন ৪৯৭ নম্বর। শতাংশের নিরিখে ৯৯.৪ শতাংশ। এবারের উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।

বন্ধ করুন