বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > করোনা কেড়েছে বোন-ভগ্নিপতিকে, সচেতনতা বাড়াতে পথে নামলেন মন্ত্রী স্বপন দেবনাথ

করোনা কেড়েছে বোন-ভগ্নিপতিকে, সচেতনতা বাড়াতে পথে নামলেন মন্ত্রী স্বপন দেবনাথ

স্বপন দেবনাথ। ফাইল ছবি

রবিবার সকালে সমুদ্রগড় পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সচেতনতা প্রচারে নামেন মন্ত্রীমশাই। জনগণকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের গুরুত্ব বুঝিয়ে বলেন।

রাজ্যে করোনা সংক্রমণের বাড়াবাড়ি শুরু হতে ফের মাইক্রোফোন হাতে সতেচনতা প্রচারে নামলেন মন্ত্রী স্বপন দেবনাথ। রবিবার কালনার সমুদ্রগড়ে মানুষকে শোনালেন করোনা নিয়ে তাঁর ভয়াল অভিজ্ঞতার কথা। জানালেন, করোনার ছোবলে একই সঙ্গে বোন ও ভগ্নিপতিকে হারিয়েছেন তিনি।

রবিবার সকালে সমুদ্রগড় পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সচেতনতা প্রচারে নামেন মন্ত্রীমশাই। জনগণকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের গুরুত্ব বুঝিয়ে বলেন। জানান, সোশ্যাল ডিসট্যান্সিংয়ের প্রয়োজনীতা। আর করোনার ভয়াবহ রূপের কথা বলতে গিয়ে নিজের অভিজ্ঞতা জানান তিনি। বলেন, ‘হাত জোড় করে বলছি, মাস্ক – স্যানিটাইজার ব্যবহার করুন। আমার বোন – ভগ্নিপতি করোনা আক্রান্ত হয়ে একসঙ্গে মারা গিয়েছেন। আমিও করোনা আক্রান্ত হয়েছিলাম।’

সংবাদমাধ্যমকে স্বপনবাবু জানান, ‘করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। তাই আগের বারের মতো ফের মানুষকে সতর্ক করতে রাস্তায় নেমেছি। সংক্রমণ রুখতে সতর্কতা বৃদ্ধি ছাড়া কোনও রাস্তা নেই। আমিও করোনা আক্রান্ত হয়েছিলাম। তাই এর ভয়াবহতা সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা রয়েছে।’

 

বন্ধ করুন