মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সক্রিয় হল রাজ্য পুলিশ। বীরভূম-হত্যাকাণ্ডে আট জনের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধযা পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশ দিয়েছিসেন যাতে রাজ্যের বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। পাশাপাশি অপরাধীদের অবিলম্বে গ্রেফতারেরও নিরদেশ দিয়েছিলেন মমতা। সেই মতো আগামী ১০ দিন ধরে রাজ্যজুড়ে অভিযান চালাবে পুলিশ।
জানা গিয়েছে, জেলা গোয়েন্দা কর্মকর্তাদের নেটওয়ার্ক তৈরি করে রাজনৈতিক দ্বন্দ্ব সম্পর্কে প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রাজনৈতিক উত্তেজনা এড়াতে পুলিশ এই রিপোর্টের ভিত্তিতে স্পর্শকাতর এলাকায় ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইন ও শৃঙ্খলা)-র জারি করা একটি আদেশে বলা হয়েছে, ‘ডিজি এবং আইজিপির নির্দেশ অনুসারে, অবিলম্বে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের জন্য ১০ দিনের বিশেষ অভিযান অনুষ্ঠিত হবে।’
এদিকে কেশপুর থানার ধলহারা ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের হুরুলুলুর ডাঙা থেকে পুলিশ চার বালতি তাজা বোমা উদ্ধার করে। প্রায় ১০০টি বোমা চারটি বালতিতে রাখা ছিল বলে জানা গিয়েছে। তাছাড়া কেশপুরের পাশাপাশি বীরভূমেও আজ মেলে তাজা বোমা। বীরভূমের মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামেও বোমা মিলেছে। এখান থেকে প্রায় ২০০ বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ছ’টি ব্যারেলে এই বোমাগুলি রাখা ছিল।