বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > West Bengal Teacher Recruitment: বাড়ছে শূন্যপদ, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে জট কাটাতে হাইকোর্টের দ্বারস্থ SSC

West Bengal Teacher Recruitment: বাড়ছে শূন্যপদ, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে জট কাটাতে হাইকোর্টের দ্বারস্থ SSC

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)

৫,০০১ টি শিক্ষক শূন্যপদ বেড়েছে চার বছরে।

আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে ১৯,৩৪০ শিক্ষক পদে নিয়োগ আটকে রয়েছে। ফলে সমস্যায় পড়েছে রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলগুলি। শিক্ষক সংকট কাটাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

মঙ্গলবার দুপুরে ই-মেল করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণনের কাছে দ্রুত শুনানির আবেদন করেছে কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৬ সালে শূন্যপদ ছিল ১৪,৩৩৯। হাইকোর্টের দু'টি স্থগিতাদেশ থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি বলে আবেদনে জানিয়েছে কমিশন। মামলাকারী প্রার্থীর আইনজীবী ফিরদৌস শামিম জানান, তাঁর মক্কেল ভানু রায়ের মামলায় অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী।

আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের মক্কেলদের মামলা মূল মামলার সঙ্গে যুক্ত। ২০১৯ সালের ১ অক্টোবর থেকে সেই মামলায় স্থগিতাদেশ রয়েছে। আইনজীবী শামিম আহমেদ, ফিরদৌস শামিম, দিব্যেন্দু চট্টোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্তদের বক্তব্য, ‘৭ অগস্ট বিচারপতি মৌসুমি ভট্টাচার্য কমিশনের দ্রুত শুনানির আর্জির কোনও যুক্তিকে মান্যতা দেননি। শুনানি কবে হবে, তা পরিষ্কার নয়। ৭ অগস্টের নির্দেশে তাই কমিশনকে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে আবেদন করতে হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় প্রচুর অনিয়ম রয়েছে তাই এই মামলার পূর্ণাঙ্গ শুনানি প্রয়োজন।’

উচ্চ প্রাথমিক নিয়োগকে ঘিরে এখনও পর্যন্ত ১,৯৭৯ টি পৃথক মামলা বিচারাধীন। মোট ১৪,৭৮৫ জন মামলা করেছেন। গত ৪ বছরে মামলার জট বৃদ্ধির পাশাপাশি শূন্যপদও বেড়েছে। ৫,০০১ টি শিক্ষক শূন্যপদ বেড়েছে ওই চার বছরে। এসএসসির নিয়ম অনুযায়ী, একটি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায় না। তাই নিয়োগ জট কাটাতে প্রধান বিচারপতির কাছে আবেদন একযোগে সব মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছে কমিশন।

বাংলার মুখ খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.