বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দুর্যোগে অপূরণীয় ক্ষতি পাটশিল্পে, অনিশ্চিত বাংলার অসংখ্য জুটমিলের ভবিষ্যৎ

দুর্যোগে অপূরণীয় ক্ষতি পাটশিল্পে, অনিশ্চিত বাংলার অসংখ্য জুটমিলের ভবিষ্যৎ

আমফানের দাপটে দিশেহারা বাংলার জুটমিল কর্তৃপক্ষ।

লকডাউনে বিপন্ন মানুষের কাছে খাদ্যশস্য ও অন্যান্য অত্যাবশকীয় সামগ্রী পৌঁছে দিতে চটের বস্তার চাহিদা এখন তুঙ্গে।

লকডাউনের গেরোয় আগেই গতি হারিয়েছিল, এবার আমফানের তাণ্ডবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন পশ্চিমবঙ্গের জুটমিলগুলি।

সুপার সাইক্লোনের হানায় রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলার প্রাচীন জুটমিলগুলির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের (IJMA) চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্তা। 

চলতি বোরো ধান তোলার মরশুমে দেশের বৃহত্তম পাট উৎপাদনকারী রাজ্য বাংলা থেকে প্রচুর পরিমাণে চটের বস্তার বরাত দিয়েছে বিভিন্ন রাজ্য। লকডাউনে বিপন্ন মানুষের কাছে খাদ্যশস্য ও অন্যান্য অত্যাবশকীয় সামগ্রী পৌঁছে দিতে এই বস্তার চাহিদা এখন তুঙ্গে। কিন্তু তারই মধ্যে আমফানের দাপটে দিশেহারা বাংলার জুটমিল কর্তৃপক্ষ।

গুপ্তা জানিয়েছেন, দুর্যোগে মিলের যন্ত্রপাতির বিশেষ ক্ষতি না হলেও সামগ্রিক পরিকাঠামো এবং মজুত থাকা কাঁচা পাটের বড় লোকসান হয়ে গিয়েছে। মোট ক্ষতির পরিমাণ এখনই জানা না গেলেও এর জেরে পাটজাত পণ্য উৎপাদন যে মার খাবে, তা তিনি স্বীকার করেছেন। 

উল্লেখ্য, গত সপ্তাহেই IJMA জানিয়েছিল, দেড় মাসের উপরে লকডাউনে বন্ধ থাকার কারণে এখনও পর্যন্ত সারা দেশের পাটশিল্পে আর্থিক ক্ষতির পরিমাণ ১,২৫০ কোটি টাকায় পৌঁছছে।

পাটশিল্প ক্ষতিগ্রস্ত হওয়ায়মার খাচ্ছে রাজ্যের বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণকাজ, জানিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।  

WEST BENGAL STATE EMERGENCY RELIEF FUND

(Part of Chief Minister Relief Fund)

https://wbserf.wb.gov.in/wbserf

A/C No: 628005501339

Bank: ICICI Bank

Branch: Howrah

IFSC Code: ICIC0006280

MICR Code: 700229010

SWIFT Code: ICICINBBCTS

বন্ধ করুন