বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গোটা ট্রেনে মাত্র ২জন যাত্রী, টয় ট্রেনের জঙ্গল টি সাফারি কি আকর্ষণ হারাচ্ছে?

গোটা ট্রেনে মাত্র ২জন যাত্রী, টয় ট্রেনের জঙ্গল টি সাফারি কি আকর্ষণ হারাচ্ছে?

দার্জিলিং টয় ট্রেন (প্রতীকী ছবি: এএনআই)

কার্শিয়াং ও মহানদীর মধ্যে সম্প্রতি টয় ট্রেনের নতুন পরিষেবা হিমকন্যা চালু হয়েছে।

জঙ্গল, চা বাগান ঘেরা পথ ধরে হুইশিল বাজিয়ে ছুটে চলেছে খেলনা রেলগাড়ি। এই টয়ট্রেনের আকর্ষণই আলাদা। কর্তৃপক্ষও ভেবেছিল এমনটাই। কিন্তু বাস্তবে তা হল না। পুজোর ছুটির দিনগুলোতে কিছু যাত্রী হচ্ছিল। কিন্তু ফের যাত্রী সংখ্যাতে ভাটা পড়তে শুরু করেছে। শিলিগুড়ি জংশন স্টেশন থেকে রংটংয়ের মধ্যে জঙ্গল টি সাফারি। বৃহস্পতিবার তাতে মাত্র ২জন যাত্রী হয়েছিল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে খবর, শনিবার ও রবিবার কিছু যাত্রী হচ্ছে। কিন্তু সপ্তাহের দিনগুলিতে যাত্রী সংখ্যা সেভাবে হচ্ছে না। জয়রাইড বাদ দিয়ে টয় ট্রেনের অন্যান্য পরিষেবাগুলি বিশেষ লাভজনক হচ্ছে না। 

এদিকে কার্শিয়াং ও মহানদীর মধ্যে সম্প্রতি টয় ট্রেনের নতুন পরিষেবা হিমকন্যা চালু হয়েছে। সেই পরিষেবাতেও বিশেষ লাভ হচ্ছে না বলে সূত্রের খবর। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে কেন জঙ্গল, পাহাড়. চা বাগানের মধ্যে দিয়ে যাওয়া এই অপূর্ব রুটে যাত্রীরা যেতে চাইছেন না? এক্ষেত্রে ট্যুর অপারেটরদের দাবি মূলত জঙ্গল-টি সাফারি নিয়ে প্রচার সেভাবে হচ্ছে না।  পর্যটকদের আকর্ষণ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর পাশাপাশি ভাড়া কিছুটা কম করার ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে। ভাড়া কমলে যাত্রীরা আরও বেশি করে আগ্রহ পাবেন বলেও ট্যুর অপারেটরদের দাবি। তবে কর্তৃপক্ষের দাবি কার্শিয়াং ও দার্জিলিংয়ের মধ্যে টয় ট্রেন পরিষেবা ফের চালুর উদ্য়োগ নেওয়া হচ্ছে। ঘুম উৎসবের মাধ্যমেও পর্যটকদের টয় ট্রেনের প্রতি আকর্ষিত করার চেষ্টা হচ্ছে।

 

বন্ধ করুন