সকাল থেকেই দিনহাটার বিভিন্ন বুথে ঘুরে বেড়িয়েছেন দুই শিবিরের প্রার্থী। দিনহাটার অন্তত দুটি বুথে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সবর হন তিনি। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তিনি। এদিকে বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর একাংশকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। বিজেপি প্রার্থীয় অশোক মণ্ডলের প্রশ্ন, কোথায় গেল কেন্দ্রীয় বাহিনী?
এদিকে বিজেপির একাংশ যখন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তখনই রাজ্য় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এদিকে তৃণমূল বার বারই অভিযোগ তোলে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালিত করেন বিজেপি নেতৃত্ব। অন্য়দিকে বিজেপি অভিযোগ তোলে তৃণমূলের অঙ্গুলিহেলনে চলে রাজ্যপুলিশ। কিন্তু এদিন উলটো ছবি ধরা পড়ল দিনহাটায়।
এদিন তৃণমূল শিবিরের তরফে বলা হয় বয়স্ক লোকজন টোটোতে চেপে ভোট দিতে আসছিলেন। সেই সময় পুলিশ তাদের আটকায়। এটা কোনওভাবেই পুলিশ ঠিক করেনি। দাবি তৃণমূল নেতৃত্বের। এদিকে উদয়ন গুহ এদিন এনিয়ে পুলিশ আধিকারিকদের প্রশ্ন করেন। তিনি বলেন, পুলিশ দেখলাম কয়েকটি টোটোকে আটকাচ্ছে। এনিয়ে তাঁদের কাছে জানতে চেয়েছি। পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ভোটের লাইনে দাঁড়ানো নিয়েও প্রশ্ন তুলেছেন উদয়ন গুহ।