এই জলপাইগুড়িতেই ভ্যাকসিনের লাইনে দালালরাজের অভিযোগ উঠেছিল সম্প্রতি। মোটা টাকা খরচ করেও ভ্যাকসিনের লাইনে জায়গা পাওয়ার চেষ্টা করছিলেন বাসিন্দারা। অভিযোগ উঠেছিল এমনটাই। এবার সেই ভ্যাকসিনের দাবিতেই আইনজীবীদের বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে তুলকালাম কাণ্ড জলপাইগুড়ি হাসপাতাল চত্বরে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভ্যাকসিনের দেওয়ার দাবিতে জলপাইগুড়ি জেলা হাসপাতাল চত্বরে বেশ কিছু নথিপত্র নিয়ে আসেন আইনজীবীরা। তবে এসব নথিপত্র দেখে সন্তুষ্ট হয়নি জেলা স্বাস্থ্য দফতর। এদিকে ভ্যাকসিন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ। তাঁদের দাবি ভ্যাকসিন মিলছে না। স্বাস্থ্য দফতরও এনিয়ে কোনও উত্তর দিতে পারছে না। আইনজীবীদের দাবি, বার এর প্যাডে নাম লিখে হাসপাতালে পাঠানো হয়েছে। তবু ভ্যাকসিন দিচ্ছে না। পরিচয়পত্র দেখে ভ্যাকসিন দিয়ে দিতে পারত। এদিকে ডেপুটি সিএমওএইচ শঙ্করলাল ঘোষকে নিশানা করে তোপ দাগেন আইনজীবীদের একাংশ। অভিযোগ এমনটাই।
এরপরই ডেপুটি সিএমওএইচ-৩ বলেন,'আইনজীবীরা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। মুখে যা আসে তাই বলা হচ্ছে। জানোয়ার. বাজে লোক, অসভ্য লোক বলা হচ্ছে।বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যেভাবে লিস্ট আসছে সেভাবে লিস্ট এলে ভ্যাকসিন দিয়ে দেব, সেব্যাপারে অনুরোধ করেছিলাম। আমাদের টেকনিক্যাল কিছু ব্যাপার রয়েছে সেটা বুঝতে হবে। ওরা যা করেছেন তাতে চাকরি করার মতো কোনও মানসিকতা আমার নেই।'