স্কুল যাওয়ার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে কটূক্তি করার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ। গত শনিবার স্কুলে যাওয়ার পথে ফাঁকা রাস্তায় সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে দুই যুবক কটুক্তি করে বলে অভিযোগ। ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ দায়ের হওয়ার পর গতকালই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন - 'নিরপেক্ষভাবে কাজ করুন, নইলে পুলিশকর্মীদের নিম গাছে বেঁধে রাখব'
পড়তে থাকুন - অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ ভুয়ো, অভিষেকের পোস্টের জবাব দিলেন আরজি করের সুপার
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার স্কুলে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীর পথ আটকায় দুই যুবক। এর পর তাঁকে নানা রকম অশালীন মন্তব্য করে তারা। তারপর সেই ছাত্রীর বাড়ির লোক জয়পুর থানায় লিখিত অভিযোগ করে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শেখ জহিঝরুল ও শেখ নাজির বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন - 'আরজি করের নতুন মেশিনগুলো সব নিজের নার্সিংহোমে লাগিয়েছে'
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের রবিবার আদালতে পেশ করা হলে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।