ঠিক কী হচ্ছে বাংলাদেশে? কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন সেখানকার মানুষ? কতটা আতঙ্কের মধ্য়ে দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা? পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন এমন মানুষজনের সঙ্গে কথা বলল হিন্দুস্তান টাইমস বাংলা।
কী হচ্ছে বাংলাদেশে?
বাংলাদেশ থেকে ফিরে আসা সকলেই যে অত্যন্ত ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এমনটা নয়। বাংলাদেশ থেকে সদ্যই ভারতে এসেছেন এক মহিলা যাত্রী। পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে তিনি বলেন, আমি যেখানে থাকি সেখানে তেমন কিছু হয়নি। তবে দূরে দূরে শুনতে পাচ্ছি মারামারি হচ্ছে।
অপর এক মহিলা বলেন, আর কিছু বলতে চাই না। সব কিছু বলার উর্ধে চলে গিয়েছে। ওখানে সবাই আছে। ফিরতে তো হবেই।
শান্তি চাইছেন?
নীরব থাকেন ওই মহিলা।
একাধিক যাত্রী এদিন ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে বিশেষ কিছু বলতে চাননি। আতঙ্ক চোখে মুখে। বিশেষ কিছু বলতে চান না। এক অদ্ভূত অনিশ্চয়তা তাঁদের গ্রাস করেছে। বুঝতে পারছেন তাঁদের জন্য় কী অপেক্ষা করে রয়েছে।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিনিধির কাছে বাংলাদেশে গত কয়েকমাস ধরে ঠিক কী হয়েছে সেটাই তুলে ধরেন এক ব্যবসায়ী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত লজ্জিত ও হতাশ তিনি।
ঠিক কী ধরনের অত্যাচার হচ্ছে বাংলাদেশে?
আমরা যারা ইন্ডিয়াতে আসি এখানকার পুলিশ প্রশাসন এখানকার মানুষ কোনওদিন কোনও প্রবলেম করে না। সবাই সাহায্য় করে। কিন্তু আমাদের দেশে সংখ্য়ালঘুদের উপর যেভাবে বাংলাদেশিরা অত্যাচার করছে সেটা দুঃখজনক। ওখানে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। তাদেরকে ঘরের থেকে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। যুদ্ধের সময় যেমন হত। এটা বেশিরভাগ করছে আমাদের দেশের মৌলবাদরা। ওই ব্যবসায়ী বলেন, আমি ধর্মে মুসলিম। এতদিন ধরে ইন্ডিয়াতে আসি, আমার উপর কোনও দিন কোনও অত্যাচার হয়নি। তাহলে আমাদের দেশে সংখ্যালঘুদের উপর এই অত্যাচার কেন? প্রশ্ন ওই ব্যবসায়ীর।
সুকুমার পাল নামে অপর এক ব্যবসায়ী বলেন, আমরা যে জায়গায় থাকি সেখানে তেমন কিছু হচ্ছে না। ভয় লাগছে না। আমাদের জায়গায় কোনও সমস্যা নেই।যারা ঝামেলা করছে তাদের জায়গায় সমস্যা হচ্ছে। আমরা ঝামেলা করার লোক নই। সংখ্যালঘুদের উপর অত্য়াচার হচ্ছে। এটা ঢাকা সহ কিছু জায়গায় হতে পারে। কিন্তু আমাদের দিকে হচ্ছে না।
চোখে মুখে আতঙ্ক। বেফাঁস কিছু বলে ফেললে যদি বিপাকে পড়তে হয় সেই আতঙ্কেও ভুগছেন অনেকে।