বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > North Bengal Bypoll Result 2024: সিতাইতে লক্ষাধিক, মাদারিহাটে ৩০ হাজারে গোল খেল বিজেপি, উত্তরে কেন হারছে বিজেপি?

North Bengal Bypoll Result 2024: সিতাইতে লক্ষাধিক, মাদারিহাটে ৩০ হাজারে গোল খেল বিজেপি, উত্তরে কেন হারছে বিজেপি?

মাদারিহাটে তৃণমূলের বিজয় উল্লাস।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিতাই আসনে তৃণমূল যে নিশ্চিতভাবে জিতবে এটা নিয়ে কোথাও কোনও সংশয় ছিল না। এমনকী বিরোধীরাও কার্যত হাল ছেড়ে দিয়েছিলেন সিতাই কেন্দ্রে।

আরজি করের প্রভাব পড়ল না। দীর্ঘ আন্দোলন, মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের রাস্তায় নামা তার কোনও ছাপই পড়ল না বাংলার উপনির্বাচনে। 

তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল উত্তরবঙ্গের দুটি আসন। সিতাই ও মাদারিহাট। এই দুটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। 

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিতাই আসনে তৃণমূল যে নিশ্চিতভাবে জিতবে এটা নিয়ে কোথাও কোনও সংশয় ছিল না। এমনকী বিরোধীরাও কার্যত হাল ছেড়ে দিয়েছিলেন সিতাই কেন্দ্রে। সিতাই:

সেই সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জয়ী হয়েছেন। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন সঙ্গীতা। তবে আসল লড়াইটা লড়েছেন তাঁরই স্বামী জগদীশ বর্মা বসুনিয়া। ভোটের আগে সিতাই বিধানসভা কেন্দ্র কার্যত চষে ফেলেছিলেন তিনি। কাঁটা বলতে একটাই ছিল সিতাইয়ের কিছু গ্রামে তৃণমূলের অন্তর্ঘাতের সম্ভাবনা। তবে ভোটের দিন যত এগিয়েছে ততই সব দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছিল তৃণমূল। অন্যদিকে বিজেপি নড়বড়ে সংগঠন নিয়ে লড়তে পারেনি তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গেই কার্যত ভোটে লড়ার আগেই মনোবল একেবারে ভেঙে গিয়েছিল গেরুয়া শিবিরের। আর ভোটের ফলাফলে তারই প্রতিফলন। 

সিতাইয়ের পাশে দিনহাটা। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের খাসতালুক। তবে ভোটের ফলাফলে দেখা গেল কোনও প্রভাবই ফেলতে পারেননি নিশীথ। কার্যত সবুজ ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি। 

মাদারিহাট:

মাদারিহাটে ৩০ হাজার ৩০৯ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এই আসনটি নিয়ে কিছুটা হলেও ক্ষীণ আশা ছিল বিজেপির। কিন্তু জেতা আসনও হাতছাড়া হল বিজেপির।বাস্তবে দেখা গেল এখানেও ধরাশায়ী বিজেপি। চা বলয় থেকেও এবার মুছে যেতে বসেছে গেরুয়া প্রভাব। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাদারিহাট বিজেপি নেতা মনোজ টিগ্গার খাসতালুক। তিনি জোরদার প্রচারও করেছিলেন। কিন্তু গলার কাঁটার মতো বিঁধছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বেসুরো কথাবার্তা। এবারের ভোটে কার্যত নিষ্ক্রিয় হয়েছিলেন জন। সেই সঙ্গেই চা বলয়ে বিজেপির সাংগঠনিক দুর্বলতা বার বার প্রকাশ্যে এসেছে। 

এদিকে এবারে ভোটের দিনও বোঝা গিয়েছিল ভেতরে ভেতরে কতটা ফোঁপড়া হয়ে গিয়েছে বিজেপির সংগঠন। ভোটের দিনও ভোট মেশিনারির পুরোটাই কার্যত তৃণমূলের কাছে। সেই দাপটের কাছে দাঁড়াতে পারেনি বিজেপি। 

২০১৮ সাল থেকেই উত্তরবঙ্গে যথেষ্ট শক্তিশালী ছিল বিজেপি। একাধিক ভোটের ফলাফলে তার প্রতিফলন হয়েছিল।কিন্তু যত দিন গিয়েছে ততই দেখা গিয়েছে ক্রমশ দুর্বল হচ্ছে বিজেপি। তারই প্রমাণ মিলল এবারের ভোটে। 

তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়ন আর অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শৃঙ্খলা তার জেরেই এই ফলাফল। 

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, প্রচারে গিয়েই বুঝেছিলাম। তবে মাদারিহাট নিয়ে কিছুটা আশা ছিল। কিন্তু ওখানেও ফল ভালো হয়নি। 

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা বলেন, কলকাতা থেকে সংগঠন চালালে ফল এমনই হবে। 

 

বাংলার মুখ খবর

Latest News

নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত ছাত্রের পড়ল ৪০ সেলাই, প্রিন্সিপাল কী বললেন? বরফেও সোনমার্গ যাওয়া যাবে! জি-মোর টানেলের সূচনা, কাশ্মীর ও লাদাখের বড় ‘লিঙ্ক’ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বাফার জোনের সম্ভাবনা উড়িয়ে দিলেন সেনা প্রধান কে হবেন মিস গীতা বিশ্বাস? শক্তিমান সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কে? ওয়ালপেপার জুড়ে শুধুই ভালোবাসা, কার ছবি রয়েছে শ্রদ্ধা কাপুরের ফোনে? 'ভিত্তিহীন সিনেমা...' আমির খানের সিনেমা নিয়ে বিস্ফোরক যুবরাজ সিং-এর বাবা যোগরাজ মানসিক অবসাদ নয়, 'ফসিলস'-এর চন্দ্রমৌলির মৃত্যুর আসল কারণ সামনে আনলেন আইনজীবী ইউজিসি নেটের ১৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল! বাকিগুলি কবে হবে? জানাল এনটিএ 'চাকরি' করতে রাশিয়ায়, পাঠানো হয়েছিল যুদ্ধে, মৃত্যু ভারতীয় যুবকের PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট

IPL 2025 News in Bangla

PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব ১১ জানুয়ারি আগরকরদের বৈঠক! বাদ যেতে পারেন জাদেজা! শামিকে দিতে হবে পরীক্ষা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.