বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Durga Puja 2022: পশ্চিমবঙ্গ নয়, শুধু কলকাতার দুর্গাপুজোকে কেন UNESCO-র হেরিটেজ তকমা? রহস্যটা কী?

Durga Puja 2022: পশ্চিমবঙ্গ নয়, শুধু কলকাতার দুর্গাপুজোকে কেন UNESCO-র হেরিটেজ তকমা? রহস্যটা কী?

কলকাতার দাসবাড়িতে দুর্গাপুজো। (ফাইল ছবি পিটিআই)

Durga Puja 2022: কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja in Kolkata) হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। ইউনেস্কোর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja in Kolkata) হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। কেন সার্বিকভাবে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়া হয়নি?

সার্বিকভাবে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো? নাকি শুধুমাত্র কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে? তা নিয়ে কেউ কেউ ধন্দে আছেন। যদিও ইউনেস্কোর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja in Kolkata) হেরিটেজ তকমা দেওয়া হয়েছে।

গত বছর 'দুর্গাপুজো ইন কলকাতা (কলকাতায় দুর্গাপুজো)' শিরোনামে ইউনেস্কোর তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছিল। তাতেই জানানো হয়েছিল যে কলকাতার দুর্গাপুজো হেরিটেজ তকমা পাচ্ছে। কেন পুরো পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে সেই স্বীকৃতি দেওয়া হয়নি, তা ইউনেস্কোর বিবৃতিতে জানানো হয়নি। অবশ্য বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্সেসের অধিকর্তা তপতী গুহ ঠাকুরতা। যিনি দুর্গাপুজোর সেই স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন।

দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তপতী গুহ ঠাকুরতা বলেছিলেন যে ‘শৈল্পিক উৎসব হিসেবে কলকাতার কাছে দুর্গাপুজো অনন্য। পুরো দেশের (দুর্গাপুজো যাতে হেরিটেজ তকমা পায়), সেজন্য কয়েকটি মহলে আলোচনা হচ্ছিল। তবে আমি বলেছিলাম, সেক্ষেত্রে আবেদনপত্রের গভীরতার প্রতি সুবিচার করতে পারব না আমরা। সেইসঙ্গে এখানে (কলকাতায়) উৎসবের মাত্রাটা অনন্য। এটা প্রধান উৎসব। তাই শেষপর্যন্ত ওরা (কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক) সহমত পোষণ করেছিল। আমরা বিষয়টি কলকাতা দুর্গাপুজো হিসেবে তুলে ধরতে চেয়েছিলাম।’

আরও পড়ুন: Durga Puja 2022: স্রেফ ফায়দা তুলছেন মমতা? প্রেসিডেন্সির প্রাক্তনীর জন্য দুর্গাপুজোকে স্বীকৃতি UNESCO-র? 

ওই সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, তপতী গুহ ঠাকুরতা জানিয়েছিলেন যে কলকাতার সাংস্কৃতিক পরিচিতির মোড়কে মোড়া আছে। নাহলে পশ্চিমবঙ্গের বাইরে দুর্গাপুজো ছোটো গোষ্ঠীর মধ্যে উদযাপন করা হয়। কলকাতায় সেই সর্বজনীন বিষয়টি কিছুটা হারিয়ে গেলেও মহানগরীর দুর্গাপুজো একটি দর্শনীয় উৎসব বলে জানিয়েছেন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্সেসের অধিকর্তা।

আরও পড়ুন: Durga Puja 2022: 'দিদির থেকে নয়া স্বীকৃতি চাই না', তপতীর একার কৃতিত্বে UNESCO হেরিটেজ দুর্গাপুজো?

তপতী গুহ ঠাকুরতা আসলে কে?

এক দশকের বেশি সময় ধরে দুর্গাপুজো নিয়ে কাজ করছেন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্সেস অধিকর্তা তপতী গুহ ঠাকুরতা। ২০১৫ সালে দুর্গাপুজো নিয়ে তাঁর একটি বই (In the Name of the Goddess: The Durga Pujas of Contemporary Kolkata) প্রকাশিত হয়েছিল। গত বছর প্রকাশিত দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, দুর্গাপুজো যাতে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পায়, সেজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্সেসের অধিকর্তা।

দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্সেসের অধিকর্তা জানিয়েছেন যে তিনি ফিল্ড এক্সপার্ট ছিলেন। যাতে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়, সেজন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে খসড়া ডসিয়ার তৈরি করেছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে কাজ শুরু করেছিলেন। ২০১৯ সালের মার্চে সেই ডসিয়ার জমা দিয়েছিলেন। তাতে দুর্গাপুজোর সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের মন্তব্য তুলে ধরেছিলেন।

বন্ধ করুন