রায়গঞ্জে এইমসের দাবি বহুদিনের। প্রতিবার ভোট এলেই রায়গঞ্জে এইমসের দাবি ওঠে। আর ভোট ফুরিয়ে গেলেই আবার যে কে সেই। কিন্তু কেন রায়গঞ্জে হয়নি এইমস? কেন পানিশালায় জমি দেখার পরেও এইমস চলে এল কল্যাণীতে?
এসবের মধ্য়েই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রাজ্য়ের দ্বিতীয় এইমস খোলার দাবিতে মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়ে তাঁকে চিঠি পাঠালেন স্থানীয় বিজেপি সাংসদ কার্তিকচন্দ্র পাল।
এনিয়ে HT Bangla তে বিস্ফোরক উত্তরদিনাজপুরের জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। কেন রায়গঞ্জে এইমস করতে দেওয়া হয়নি, কেন কল্য়াণীতে এইমসকে সরিয়ে নিয়ে যাওয়া হল তা নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।
কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল রায়গঞ্জ। রায়গঞ্জ লাগোয়া কালীয়াগঞ্জের ভূমিপুত্র ছিলেন প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সি। তাঁর স্বপ্ন ছিল রায়গঞ্জে হবে এইমস। আর সেই স্বপ্ন পূরণের জন্য তিনি বার বার চেষ্টা করে গিয়েছেন। জেলা কংগ্রেসের নেতৃত্বের দাবি, ইউপিএ আমলে ক্যাবিনেট মিটিংয়ে পাশ হয়েছিল রায়গ়ঞ্জেই হবে এইমস। আর সেই এইমসকে পরবর্তী সময়ে সরিয়ে নিয়ে যাওয়া হল কল্যাণীতে। কংগ্রেসের দাবি, এখানেও দিদি-মোদীর বোঝাপড়া ছিল। মমতা বন্দ্যোপাধ্য়ায় চাননি প্রিয়রঞ্জন দাসমুন্সির এইমস গড়ার স্বপ্ন পূরণ হোক।
এমনকী প্রিয় জায়া তথা কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সির সঙ্গে তৃণমূল নেত্রীর পারস্পরিক রাজনৈতিক বিবাদকেও এই এইমস না হওয়ার নেপথ্যের কারণ বলে অনেকে মনে করেন। তৃণমূল চায়নি এইমসের হাত ধরে জনপ্রিয়তা পান দীপা। মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। কংগ্রেস নেতৃত্বের দাবি, রায়গঞ্জে এইমস হলে কংগ্রেসের কৃতিত্ব হবে এটা যাতে না হয় সেকারণেই উত্তরবঙ্গে যাতে এইমস না হয় তার জন্য সব চেষ্টা করেছিল তৃণমূল। দাবি কংগ্রেসের।
জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত HT Bangla-তে বলেন, ‘প্রিয়রঞ্জন দাসমুন্সির স্বপ্ন ছিল রায়গঞ্জে এইমস করা। পানিশালাতে এইমস হবে বলে ঠিক হয়েছিল। ইউপিএ সরকারের আমলে ক্য়াবিনেট মিটিংয়ের এই এইমসের অনুমোদন হয়েছিল। সেই মিটিংয়ে বিশেষ কারণে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন না। তবে প্রণব মুখোপাধ্য়ায় ছিলেন। ৮৩২ কোটি টাকায় এইমস হওয়ার কথা ছিল। কিন্তু তারপরেও এইমস হল না রায়গঞ্জে। সরিয়ে নিয়ে যাওয়া হল কল্যাণীতে। আসলে প্রিয়দার স্বপ্ন পূরণ হোক এটা চাননি মমতা বন্দ্যোপাধ্য়ায়। এইমস হলে কংগ্রেসের কৃতিত্ব হবে এটা ভেবে এইমসকে সরানো হল। আবার মোদী সরকারের আমলে রিভিউ করে এইমসের জায়গা বদল হল। এখানেও সেই দিদি -মোদী বোঝাপড়া। আর এখন বিজেপি সাংসদ নাটক করে চিঠি দিচ্ছেন। রায়গঞ্জে এইমস করতে হবে। এটা আমাদের সবসময়ের দাবি।’
তবে তৃণমূল নেতৃত্ব অবশ্য় অতীতে বার বারই দাবি করেছেন উত্তরবঙ্গে সার্বিক স্বাস্থ্যের উন্নতির জন্য সরকার সবরকম উদ্যোগ নিয়েছে।