পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রামপঞ্চায়েত। সেই পঞ্চায়েতের প্রধান শর্মিলা মালিককে কার্যালয়ের মধ্যে ঢুকে শাসিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলেরই দুজন কর্মীর বিরুদ্ধে। এনিয়ে সোমবার রাতে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান। প্রধানের অভিযোগ, তাঁর চেম্বারের মধ্যে ঢুকেই কটূক্তি করা হয়েছে। তাঁকে লক্ষ্য করে গালিগালাজ করা হয়েছে। এমনকী খুন করে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ। এদিকে দলীয় কর্মীদের বিরুদ্ধে দলেরই প্রধানের এই অভিযোগকে ঘিরে তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী মোজাম্মেল শা সহ আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ঠিক কী হয়েছিল ঘটনা?
স্থানীয় সূত্রে খবর, এলাকায় যথাযথ উন্নয়ন হচ্ছে না বলে বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন। পঞ্চায়েতের একাধিক সদস্য আসছেন না বলেও অভিযোগ। এনিয়েই তৃণমূল কর্মীরা প্রধানের কাছে প্রশ্ন তুলেছিলেন। তাদের না আসার দায় প্রধানকে নিতে হবে বলেও তারা দাবি তোলেন। প্রধান তাঁদেরকে জানিয়েছেন এনিয়ে চিঠি করার পরেও তারা আসছেন না। এরপরই প্রধানকে লক্ষ্য করে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ। তবে অভিযুক্ত তৃণমূল কর্মী মোজাম্মেল শা গালিগালাজ বা কটূক্তি করার অভিযোগ মানতে চাননি। তাঁদের দাবি, এলাকার অনুন্নয়ন ও পরিষেবা যথাযথ না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর তারপরই থানায় অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।