বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bhatar: ‌লোহার রড দিয়ে স্ত্রীকে আঘাত করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

Bhatar: ‌লোহার রড দিয়ে স্ত্রীকে আঘাত করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

 প্রতীকী ছবি)

বেশ কিছুক্ষণ পর সকাল সাড়ে দশটা নাগাদ ভাতারের বড়বেলুন গ্রামে ট্রান্সফরমারের তলায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জয়দেববাবুকে। তিনি তড়িতাহত হয়েছেন বলেই জানা যায়। তাঁকে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্ত্রীর অন্য জনের সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন স্বামী। সেই সন্দেহ বশতই স্ত্রীকে লোহার রড দিয়ে আঘাত করে মেরে ফেলার চেষ্টা করেন স্বামী। এরপর তিনি আত্মহত্যারও চেষ্টা করেন বলে জানা যায়। যদিও স্বামী ও স্ত্রী দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর হাত থেকে তাঁদের বাঁচিয়ে আনা গিয়েছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। জানা যায়, ভাতারের ছাতনি গ্রামের বাসিন্দা জয়দেব মণ্ডলের সঙ্গে স্ত্রী রিঙ্কুদেবীর গত রবিবার ঝগড়া হয়। ঝগড়ার আওয়াজ প্রতিবেশীরাও পান। কিছুক্ষণের মধ্যে জয়দেবের বাড়ির লোকজনদের থেকে চিৎকারের আওয়াজ আসতে থাকে। স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রিঙ্কুদেবী। সঙ্গে সঙ্গে জয়দেবের বাবা বাবলু খাঁ রিঙ্কুদেবীকে নিয়ে হাসপাতালে যান। এরপর ক্রমশ অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনার পর থেকে জয়দেবের কোনও খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর সকাল সাড়ে দশটা নাগাদ ভাতারের বড়বেলুন গ্রামে ট্রান্সফরমারের তলায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জয়দেববাবুকে। তিনি তড়িতাহত হয়েছেন বলেই জানা যায়। তাঁকে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, জয়দেববাবুর দুই সন্তান রয়েছে। জয়দেববাবু আগে মোটরচালিত ভ্যান চালাতেন। এখন রং মিস্ত্রীর কাজ করেন। স্ত্রীকে মেরে চার কিলোমিটার দূরে বড়বেলুন গ্রামে বিদ্যুতের লাইনে হাত দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

বন্ধ করুন