বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murder in Purba Medinipur: বউদির সঙ্গে অবৈধ সম্পর্ক, জানাজানি হতেই স্ত্রী ও মেয়েকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Murder in Purba Medinipur: বউদির সঙ্গে অবৈধ সম্পর্ক, জানাজানি হতেই স্ত্রী ও মেয়েকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মৃতদেহের প্রতীকী ছবি।

পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার লক্ষ্যা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গাজীপুর গ্রামে সোনামের শ্বশুরবাড়ি। সেখানে সোনম এবং তার মেয়ের মৃতদেহ পাওয়া যায়। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয়রা ওই বাড়িতে ভিড় করেন। এদিকে, খবর পেয়ে মৃতার বাপের বাড়ির লোকজন সেখানে চলে আসেন।

পরকীয়া সম্পর্ক নিয়ে অশান্তির জেরে স্ত্রী এবং সাত মাসের কন্যাকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। মৃত মহিলার নাম সোনম খাতুন (২৩) এবং সাত মাসের কন্যা সন্তানের নাম সালোনি খাতুন। এই ঘটনার পরে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দেহ নিয়ে বিক্ষোভ করেন সোনমের পরিবারের সদস্যরা। ঘটনায় সোনমের স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন তার বাপের বাড়ির লোকজন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার লক্ষ্যা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গাজীপুর গ্রামে সোনামের শ্বশুরবাড়ি। সেখানে সোনম এবং তার মেয়ের মৃতদেহ পাওয়া যায়। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয়রা ওই বাড়িতে ভিড় করেন। এদিকে, খবর পেয়ে মৃতার বাপের বাড়ির লোকজন সেখানে চলে আসেন। এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসা বাঁধে। দু পক্ষের মধ্যে মারামারিও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। করত মৃতদেহ রেখে বিক্ষোভ করেন সোনামের বাপের বাড়ির সদস্যরা। পরে পুলিশ এসে মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

মৃতার বাবা রোশন আলি জানান, তিনি বৃহস্পতিবার বিকেল থেকে মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। কিন্তু কোনওভাবে যোগাযোগ করতে পারছিলেন না। তাই নিয়ে চিন্তায় ছিলেন। পরে রাতের দিকে এক প্রতিবেশীর ফোন পেয়ে তিনি মেয়ে এবং নাতনির ঝুলন্ত দেহ উদ্ধার করার বিষয়টি জানতে পারেন। এরপরে তারা সেখানে চলে যায়। গিয়ে দেখেন দুজনেই মৃত অবস্থায় পড়ে রয়েছে।

পারিবারিক সূত্র জানা গিয়েছে, তার বিয়ে হয়েছিল দু'বছর আগে। তার স্বামী শেখ সলমন কাজের সূত্রের বাইরে থাকতেন। সেই সময় সোনম বাপের বাড়িতে থাকতেন। পরে জামাই ফিরে গেলে সোনম শ্বশুরবাড়িতে চলে যেতেন। তবে কিছুদিন আগে জানতে পারেন, বউদির সঙ্গে সলমনের অবৈধ সম্পর্ক রয়েছে। এই নিয়ে পরিবারের মধ্যেই অশান্তি শুরু হয়। তারপরে এই খুনের ঘটনা বলে অভিযোগ। হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পান্ডে জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এই ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বামী শেখ সলমনকে আটক করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন