মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির কথা বলেছেন হুমায়ুন কবীর। পালটা মুর্শিদাবাদের প্রতিটি বিধানসভায় একটি রাম মন্দির তৈরি করা হবে দাবি করলেন বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ। তিনি দাবি করেছেন, বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি হোক। তাতে কোনও আপত্তি নেই। তবে তাঁরা জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাম মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করবেন। কোথাও ছোট মন্দির তৈরি করা হবে। কোথাও তৈরি করা হবে বড় মন্দির। কোথাও আবার মাঝারি আকারের মন্দির তৈরি করা হবে। সেজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি। আর মুর্শিদাবাদে ২২টি বিধানসভা কেন্দ্র আছে। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি যা বলেছেন, তাতে জেলায় ২২টি রাম মন্দির তৈরি করা হবে।
‘মুর্শিদাবাদের প্রত্যেক বিধানসভায় একটি করে রাম মন্দির’
ভিডিয়োবার্তায় তিনি বলেছেন, 'মাই ডিয়ার হুমায়ুন কবীর, আপনি ঘোষণা করেছেন যে বেলডাঙায় নাকি একটি বাবরি মসজিদ তৈরি করবেন। সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ২০২৫ সালের ৬ ডিসেম্বর। বাবরি মসজিদ তৈরির জন্য আপনাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি হুমায়ুন সাহেব। আপনি বাবরি মসজিদ বানান। বেলডাঙার মাটিতেই বানান। আপনাকে আমরা আমন্ত্রণ জানাব....মুর্শিদাবাদের প্রত্যেক বিধানসভায় একটি করে রাম মন্দির তৈরি করার জন্য। মুর্শিদাবাদের প্রত্যেক বিধানসভায় একটি করে রাম মন্দির তৈরি করব।'
‘আমার মসজিদ বানানোর অধিকার আছে’
তারইমধ্যে বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির বিষয়ে নিজের অবস্থানে অনড় আছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন। তিনি বলেছেন, ‘আমি একজন স্বাধীনচেতা মানুষ। আমি ইসলাম ধর্ম মেনে চলি। আমার মসজিদ বানানোর অধিকার আছে। ভারতবর্ষের সমস্ত নিয়ম মেনে আমি মসজিদ তৈরি করব। আর তাই এই বিষয়টা কে কী বললেন, তাতে আমার যায় আসে না। তাঁদের প্রশ্নেরও উত্তর দেওয়ার কোনও প্রয়োজন বোধ করি না।’
মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ
সেইসঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, বাবরি মসজিদ উদ্বোধনের সময় যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন, তাঁকে আমন্ত্রণ জানানো হবে। সেইসময় যিনি ভারতের প্রধানমন্ত্রী থাকবেন, তাঁর কাছেও আমন্ত্রণ যাবে বলে জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।
হুমায়ুন অবশ্য জানিয়েছেন যে তৃণমূল বিধায়ক হিসেবে তিনি বাবরি মসজিদ তৈরি করছেন না। একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসেবে মুর্শিদাবাদের মানুষের জন্য মসজিদ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। আর মুর্শিদাবাদকেই বেছে নিয়েছেন, কারণ মুর্শিদাবাদে ৭৫ শতাংশ মুসলিম আছেন। যেখানে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা হল ৩৫ শতাংশ। আর সেই বাবরি মসজিদ তৈরির ভিত্তিপ্রস্তর তৈরির কাজ শুরু হবে ২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে।