বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Panchayat Election Result: একই আসনে জয়ী নির্দল-তৃণমূল, নন্দীগ্রামে শংসাপত্র বিভ্রাট ঘিরে বির্তক

Panchayat Election Result: একই আসনে জয়ী নির্দল-তৃণমূল, নন্দীগ্রামে শংসাপত্র বিভ্রাট ঘিরে বির্তক

জেতার শংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে বিভ্রান্তি REUTERS/Phil Noble (REUTERS)

নন্দীগ্রামকে কেন্দ্র করে রয়েছে নানা বিতর্ক। এবার একই আসনে জোড়া প্রার্থীকে শংসাপত্র দেওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুজনেরই দাবি, যেহেতু জয়ের শংসাপত্র দেওয়া হয়েছে তাই তিনিই জেতেছেন। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও। অন্য দিকে নির্দল প্রার্থী আদালতে যাবার কথা জানিয়েছেন।

একই আসনে জয়ী দুই প্রার্থী। একজন তৃণমূল। অন্য জন জোড়া ফুলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ানো প্রার্থী। দুজনের কাছেই রয়েছে এপিআরও স্বাক্ষর করা জয়ের শংসাপত্র। নন্দীগ্রামের কেন্দামারি গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নির্দল প্রার্থীর দাবি তাঁকে প্রথমে জয়ী হিসাবে ঘোষণা করা হয় হয়। অন্য দিকে তৃণমূল প্রার্থীর দাবি ফল বেরোনোর কয়েকদিন পর তাঁকে ফোন করে জানানো হয় তিনিই জিতেছেন। এ নিয়ে নির্দল প্রার্থী আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারি জালপাই পঞ্চায়েতের ২২ টি আসনে লড়াই হয় মূলত তৃণমূল ও নির্দল প্রার্থীদের মধ্যে। তৃণমূলের প্রাক্তন পদাধিকারীরা টিকিট না পেয়ে ‘নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদ’-এর ব্যানারে দলের বিরুদ্ধেই প্রার্থী হন। জালপাই পঞ্চায়েতের ২১৭ নম্বর আসনে  তৃণমূল প্রার্থী ছিলেন তাপসী দোলই। আবার ‘নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদ’-এর সর্মথন নিয়ে নির্দল প্রার্থী হিসাবে ভোট দাঁড়ান রীতা বল্লভ।

নির্দল প্রার্থীর দাবি, ১১ জুলাই ভোট গণনার দিন, তাঁকে ১৮১ ভোটে জয়ী ঘোষণা করে এপিআরও-র সই ও স্ট্যাপ-সহ শংসাপত্র দেওয়া হয়। আবার ফল বেরোনোর সাতদিনের মাথায় তাঁকে ফোন করে জানানো হয় ওই শংসাপত্র ভুল রয়েছে। বিডিও অফিসে তাঁকে দেখা বলা হয়। অন্য দিকে সেই দিনই তৃণমূল প্রার্থী ডেকে, তাঁকে ১৮১ ভোটে জয়ী ঘোষণা করে শংসাপত্র দেওয়া হয়। সেই শংসাপত্রের এপিআরও-র সই এবং স্ট্যাম্প ছিল। 

কিন্তু নির্দল প্রার্থী রীতা বল্লভ এই ফল মেনে নিতে নারাজ। তাঁর প্রশ্ন, জয়ী ঘোষণা করে শংসাপত্র দিয়ে দেওয়ার পর কেন আবার সাতদিন বাদে তৃণমূল প্রার্থীকে জয়ের শংসাপত্র দেওয়া হবে? তিনি বলেন, ‘আমি বিডিও অফিস থেকে সই করা সার্টিফিকেট পেয়েছি। সেখানে কী ভাবে তাপসী দোলই পরে সার্টিফিকেট পায়। আমি আইনের পথে এর উত্তর জানতে চাইব।’ 

কেন্দামারি জলপাই পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী তাপসী দোলই বলেন, ‘আমার এজেন্ট এসে আমাকে বলে আমি হেরে গিয়েছি। কিন্তু আমি সাইট থেকে দেখেছিলাম আমি জিতেছি ১৮১ ভোটে। আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল চক্রান্ত করে। কিন্তু শেষ পর্যন্ত আমি শংসাপত্র পেয়েছি।’

এ নিয়ে অভিযোগ জানাতে বিডিও অফিসে যান নির্দল প্রার্থী। কিন্তু দেখা পাননি। ইমেলের মাধ্যমে বিডিও এবং রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন রীতা।

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘ফর্ম ২১ তথ্যই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ওঠে। কিন্তু কী করে একজন হেরে যাওয়া প্রার্থীকে জয়ের শংসাপত্র দেওয়া হল তা তদন্ত করে দেখা উচিত।’

বিডিও জানিয়েছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা অবিলম্বে তদন্ত করে পদক্ষেপ করব।’

বাংলার মুখ খবর

Latest News

কারও সংরক্ষণ কেড়ে নেওয়া হবে? মুখ খুললেন মোদী, ধর্মের নিরিখে রিজার্ভেশন মিলবে না বছরের শেষ পূর্ণিমা খুলবে ৪ রাশির জন্য সৌভাগ্যের দুয়ার, বর্ষাবে মা লক্ষ্মীর কৃপা কেষ্ট ফিরতেই কেষ্ট লাভ? অনুব্রত-সাক্ষাতের পরই দেউচা পাচামির ২৮ জমিদাতাকে নিয়োগ! এক সেকেন্ডে নজর কাড়ল মগনলাল, 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর ট্রেলারে মুগ্ধ নেটপাড়া Ind vs Pak U-19 Live Streaming: কখন, কোথায় ও কীভাবে দেখবেন ক্রিকেটের বড় লড়াই এই মরশুমে পাওয়া যাবে না তালালকে! পরিবর্তে বাগানের ISLজয়ী জনিকে টার্গেট লালহলুদের সাদা শাড়ি-সোনার গয়নায় বোল্ড লুকে শীতে উষ্ণতার পারদ চড়ালেন দেবী চৌধুরানী সংসদে সংবিধান নিয়ে বিতর্ক, অতীত উদাহরণ টেনে কংগ্রেসকে প্যাঁচে ফেলার চেষ্টা মোদীর আছড়ে পড়ল পাখি, মাঝ-আকাশেই বিকল বিমানের একটি ইঞ্জিন! তারপর...? Freeতে দেখুন SMAT ফাইনালে KKR তারকাদের লড়াই,সঙ্গে আছে সূর্য-পতিদাররা! কখন-কোথায়

IPL 2025 News in Bangla

রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.