বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Hingalganj: তড়িঘড়ি করতে গিয়ে বিপত্তি, শীতবস্ত্র বোঝাই ম্যাটাডোরের ধাক্কা বিদ্যুতের খুঁটিতে

Hingalganj: তড়িঘড়ি করতে গিয়ে বিপত্তি, শীতবস্ত্র বোঝাই ম্যাটাডোরের ধাক্কা বিদ্যুতের খুঁটিতে

শীতবস্ত্র বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল বিদ্যুতের খুঁটিতে। (টুইটার)

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে প্রশাসনের পক্ষ থেকে তড়িতড়ি ওই শীতবস্ত্রগুলি আনার ব্যবস্থা করা হয়। তা আনতে গিয়ে ঘটে দু্র্ঘটনা। জানা গিয়েছে দু'টি ম্যাটাডোর করে সেগুলি আনা হচ্ছিল।

সভামঞ্চের আশপাশে বিতরণের জন্য সমস্ত শীতবস্ত্র না দেখতে পেয়ে ক্ষুদ্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে শীতবস্ত্র আনার জন্য। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর তড়িঘড়ি শীতবস্ত্র আনতে গিয়ে ঘটে গেল বিপত্তি। শীতবস্ত্র বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল বিদ্যুতের খুঁটিতে। ঘটনায় চালক আহত হয়েছেন।

হিঙ্গলগঞ্জের সামশেরনগরে সরকারি অনুষ্ঠান থেকে ১৫ হাজার শীতবস্ত্র এলাকার মানুষের হাতে তুলে দেওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অত শীতবস্ত্র দিতে গেলে বিশৃঙ্খলা হতে পারে, এই অশঙ্কায় আধিকারিকরা শুধু মাত্র হাজার খানেক শীতবস্ত্র ও কম্বল মঞ্চে রেখে ছিলেন। তা দেখে বেজায় চটে যান মুখ্যমন্ত্রী। জানতে চান, বাকি শীতবস্ত্র কই? আধিকারিকরা বলেন, সব আনা হয়নি, তা রাখা রয়েছে হিঙ্গলগঞ্জের বিডিও অফিসে। এই কথা শুনে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যতক্ষণ না সব শীতবস্ত্র আসছে ততক্ষণ পর্যন্ত তিনি মঞ্চে বসে থাকবেন।পরে আধিকারিকদের নির্দেশ দেন অবিলম্বে শীতবস্ত্রগুলি এনে বিলি করার বন্দোবস্ত করতে। অসন্তোষ প্রকাশ করেন জেলাশাসকের উপরেও।

এর পর প্রশাসনের পক্ষ থেকে তড়িতড়ি ওই শীতবস্ত্রগুলি আনার ব্যবস্থা করা হয়। তা আনতে গিয়ে ঘটে দু্র্ঘটনা। জানা গিয়েছে দু'টি ম্যাটাডোর করে সেগুলি আনা হচ্ছিল। এই মধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হিঙ্গলগঞ্জ ঘোষ পাড়ায় হাসনাবাদ-লেবুখালি রোডের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে ম্যাটাডোর থেকে বেশ কিছু শীতবস্ত্র পড়ে যায়। আহত হন গাড়ির চালক। স্থানীয় বাসিন্দারা চালককে গাড়ি থেকে উদ্ধার করেন।

তাঁরা জানিয়েছেন, গাড়ির গতি বেশি থাকায় এই বিপত্তি। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশে ক্ষতি হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বন্ধ করুন