বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গাড়ির চালকের সঙ্গে বিবাদের জেরে নিশুতি রাতে হামলা, পুলিশের মারে মৃত্যু মহিলার
পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগ । ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের হরিণচরা এলাকায়। মৃত মহিলা নাম অমিয়া বিবি (৫৫) । অভিযোগ এই পরিবারেরই তিন জনকে গতকাল রাতে আটক করে নিয়ে যায় পুলিশ ।
পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার হরিণচরা বাঁধ এলাকায় পুলিশের গাড়ির চালকের সাথে পরিবারের সদস্য আমজাদ আলি কোন এক বিষয় নিয়ে বচসা বাঁধে । এরপরেই দেখা যায় শুক্রবার রাত প্রায় বারোটার পর হঠাৎই প্রচুর সংখ্যক পুলিশ আমিয়া বিবির বাড়িতে হানা দেয়। আমজাদ আলি, তার ভাই এমজাদ আলি ও তাঁদের বাবা হাফেজ আলিকে আটক করে নিয়ে যায় ।
বাড়ির মহিলাদের পুলিশকর্মীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ । আর সেই মারেই আমিয়া বিবির মৃত্যু হয় বলে দাবি পরিবারের । এরপরেই পরিবারের লোকজন পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভের সামিল হয়।
বাংলার মুখ খবর