এবার গ্রাম্য সালিশি সভায় মারধরের জেরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। এমনই দাবি বধূর স্বামীর। ঘটনা শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির বকরাভিটা এলাকায়। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন - ইনসাফ দিত ঝড়ের বেগে, পঞ্চায়েত ভোটের মনোনয়নে CPM নেতা খুনে গ্রেফতার হয় তাজমুল
পড়তে থাকুন - মানহানির মামলায় বিপুল টাকা জরিমানা করল আদালত, বিপাকে তৃণমূল সাংসদ সাকেত গোখলে
নিহত মহিলার স্বামী জানিয়েছেন, আমার স্ত্রী কয়েকদিন আগে স্থানীয় এক যুবকের সঙ্গে ঘর ছাড়েন। ৮ দিন পর তিনি ফোন করে আমাকে জানান তিনি আমার কাছে ফিরতে চান। আমি তাঁকে ফিরিয়ে আনি। কিন্তু তাতে বাদ সাধেন স্থানীয় কয়েকজন মহিলা। তাদের দাবি সালিশ না বসিয়ে আমি বউকে ঘরে তুলতে পারব না। তুললে ঘরবাড়ি ভাঙচুর করা হবে। গত শুক্রবার বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে সালিশি সভায় যাই সেখানে বিচারের নামে আমার স্ত্রীকে মারধর করেন কয়েকজন। তাঁকে প্রকাশ্যে অপমান করা হয়। এর পর বাড়ি ফিরে আমার স্ত্রী কীটনাশক খেয়ে আত্মঘাতী হন।
তিনি জানিয়েছেন, আমি বলেছিলাম, অনুমতি নিতে হলে পঞ্চায়েতের অনুমতি নেব। আপনাদের অনুমতি লাগবে কেন? কিন্তু ওই মহিলারা বলেন এখানে আমরাই পঞ্চায়েত। কিন্তু তারা কোনও কথা শোনেনি।
তিনি বলেন, আমার স্ত্রীর পরিণতির জন্য যারা দায়ী, ওই যুবক ও পাড়া প্রতিবেশীদের শাস্তি চাই।
যুবকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সাগর রায় ও শিবানী রায় নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন - চোপড়া কাণ্ডে মুখরক্ষায় মরিয়া প্রশাসন, থানার আইসিকে শো কজ, পোস্ট করে জানাল পুলিশ
ঘটনায় পঞ্চায়েত কোনও ভাবে যুক্ত নয় বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, ‘কী ঘটেছে জানার চেষ্টা করছি। পুলিশ তার মতো করে পদক্ষেপ করবে। সালিশি সভা ডেকে মারধরের ঘটনা বেআইনি।’