একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন বানারহাটের এক তরুণী। তিন সদ্যোজাত সন্তান আছে বলে জানিয়েছেন মাল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। সুস্থ আছেন মাও।
হাসপাতালের তরফে জানানো হয়, প্রসব বেদনা শুরু হওয়ায় দিনকয়েক আগে ভরতি হয়েছিলেন বানারহাটের কারবালা চা বাগানের ওই তরুণী। শুক্রবার রাতে প্রসূতি বিভাগে তিন সন্তানের জন্ম দেন ২৭ বছরের মহিলা। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সুস্থ আছে তিন সন্তান। তাদের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে রাখা আছে। সুস্থ আছেন তরুণীও।
এমনিতে একসঙ্গে তিন সন্তানের জন্মের ঘটনা একেবারেই বিরল নয়। বরং আরও একসঙ্গে বেশি সন্তানের জন্ম দেওয়ার নজির আছে। মাসখানেক আগেই দক্ষিণ আফ্রিকার এক মহিলা দাবি করেন, একসঙ্গে ১০ শিশুর জন্ম দিয়েছেন তিনি। সেই দাবি সত্যি হলে গিনেস বুকেও তাঁর নাম উঠবে। আপাতত একসঙ্গে আট সন্তানের জন্ম দেওয়ার জন্য আমেরিকার এক মহিলার নাম গিনেস বুকে নথিভুক্ত আছে। গত মে মাসে মরক্কোর ২৫ বছরের এক তরুণী একসঙ্গে নয় সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করা হয়। তবে সাম্প্রতিককালে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে তেমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সেই পরিস্থিতিতে একসঙ্গে তিন সদ্যোজাত সন্তানের জন্ম দেওয়ার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই তিন সদ্যোজাত এবং মা'কে দেখতে চাইছেন। তারইমধ্যে চিন্তায় পড়ে গিয়েছেন তরুণীর স্বামী। তিনি জানান, পরিবারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল নয়। আর্থিক অভাবের মধ্যে টেনেটুনে সংসার চালাতে হয়। সেই পরিস্থিতিতে একসঙ্গে তিন সন্তানকে কীভাবে মানুষ করবেন, তা ভেবে চিন্তায় পড়ে গিয়েছেন তরুণীর স্বামী।