নাগরদোলায় উঠে রিলস বানাতে গিয়ে ঘটল বিপত্তি। পড়ে গিয়ে আহত হলেন এক মহিলা ও কিশোরী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বারুইপুরের মিলন মেলায় । জানা গিয়েছে, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনেই কলকাতার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।
আরও পড়ুন: ভালোবাসার নাগরদোলা চড়তে বিপত্তি, চুল জড়িয়ে উপড়ে এল খুলি, মৃত্যু যুবতীর
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর বারুইপুরের নিউ ইণ্ডিয়ান মাঠে মিলন মেলার আয়োজন করা হয়। এক মাস ধরে চলে এই মিলন মেলা। এবারও শীত পড়তেই মিলনমেলার আয়োজন করা হয় বারুইপুরে। তাতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন আশেপাশের বহু মানুষ। সেখানে বিভিন্ন ধরনের দোকানপাট থেকে শুরু করে নাগরদোলার ব্যবস্থা রয়েছে। এন্ট্রি ফি দিয়ে এই মেলার ভিতরে প্রবেশ করতে হয়। বুধবার সন্ধ্যায় মেলা দেখতে গিয়েছিলেন বারুইপুরের বাসিন্দা লক্ষ্মী রায় ও তার প্রতিবেশী কিশোরী আজমিরা। তাদের সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। তারা সকলে মিলে নাগরদোলায় উঠেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, নাগরদোলায় ওঠার পর তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন। তার জেরেই সামনে থাকা রড কোনওভাবে খুলে যায় ও উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে । এই ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, মেলা কর্তৃপক্ষের আরও সতর্ক থাকা উচিত ছিল।
মেলা কর্তৃপক্ষের নিরাপত্তাহীনতার জেরেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে । তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেলা কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, নাগরদোলায় ওঠার পরেই মহিলা মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তাদের বারবার বসতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু, তারপরেও তিনি বসেননি। নাগরদোলার কোনও কিছু ভাঙেনি সবকিছু অক্ষত রয়েছে। নাগরদোলার সব জিনিসপত্র ঠিকঠাক রয়েছে।
আহত মহিলার স্বামী জানান, তিনি ফোনে স্ত্রীর আহত হওয়ার খবর জানতে পেরে সোজা হাসপাতালে পৌঁছন। সেখানে গিয়ে দেখেন তার স্ত্রীর মাথার একদিকের অংশে ব্যাপক আঘাত লেগেছে এবং কিশোরীর নাক ফেটে গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। সেক্ষেত্রে মেলা কর্তৃপক্ষের কোনও গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।