বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গয়না লুঠ করতে খুন করেছে ‘ফেরিওয়ালা’, দাসপুরে মহিলার দেহ উদ্ধারে দাবি পুলিশের

গয়না লুঠ করতে খুন করেছে ‘ফেরিওয়ালা’, দাসপুরে মহিলার দেহ উদ্ধারে দাবি পুলিশের

নদী থেকে দেহ উদ্ধার করছেন পুলিশকর্মীরা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঊর্মিলা দেবীর ২ মেয়ে ও ১ ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে বউমাকে নিয়ে ভিনরাজ্যে প্রবাসী। স্বামী চিত্তরঞ্জন দাসের সঙ্গে সীতাপুর গ্রামের বাড়িতে থাকতেন তিনি।

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে কংসাবতী নদী থেকে মহিলার দেহ উদ্ধারে খুনের কারণ সম্পর্কে নিশ্চিত হল পুলিশ। তবে এখনো অভিযুক্তের নাগাল পাননি তদন্তকারীরা। পুলিশের দাবি, গয়না লুঠ করতে মহিলাকে খুন করেছে অজ্ঞাত পরিচয় ফেরিওয়ালা।

গত বুধবার সকালে দাসপুরে কলোরা গ্রামে কাঁসাই নদীতে মহিলার পাথর চাপা দেওয়া দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারেন নিহতের নাম ঊর্মিলা দাস (৫৮)। বাড়ি দাসপুর থানা এলাকার নবীন মানুয়া সীতাপুর গ্রামে। মঙ্গলবার বিকেলে অচেনা এক ফেরিওয়ালার সঙ্গে নাতনির জন্য পাত্র দেখতে বেরিয়েছিলেন তিনি। রাতে আর ফেরেননি। সকালে বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে করোলা গ্রামে তাঁর দেহ উদ্ধারের খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঊর্মিলা দেবীর ২ মেয়ে ও ১ ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে বউমাকে নিয়ে ভিনরাজ্যে প্রবাসী। স্বামী চিত্তরঞ্জন দাসের সঙ্গে সীতাপুর গ্রামের বাড়িতে থাকতেন তিনি। গয়না পরতে ভালোবাসতেন ঊর্মিলাদেবী। সব সময় তাঁর গায়ে থাকত প্রচুর গয়না। সম্প্রতি এক ফেরিওয়ালার সঙ্গে তাঁর পরিচয় হয়। নাতনির জন্য পাত্রের সন্ধান দেন তিনি। অজ্ঞাতপরিচয় সেই ফেরিওয়ালার সঙ্গে মঙ্গলবার বিকেলে নাতনির জন্য পাত্র দেখতে বেরিয়েছিলেন তিনি।

পুলিশের দাবি, গয়না লুঠ করতেই গলা কেটে প্রৌঢ়াকে খুন করেছে ফেরিওয়ালা। তার পর নদীর জলে ফেলে দিয়েছে দেহ। ফেরিওয়ালাকে চিহ্নিত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। খুব দ্রুত তার নাগাল পাওয়া যাবে বলে আশাবাদী গোয়েন্দারা।

 

বাংলার মুখ খবর

Latest News

দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.