দিনের আলোতে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার রানি বন্দর এলাকায়। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভরা রাস্তায় মহিলার ভয়ঙ্কর কাণ্ড দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মহিলাকে গ্রেফতার করে। যদিও কী কারণে খুন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: ‘মায়ের দেহ ঝুলিয়ে দেয় বাবা’, সন্তানের আঁকা ছবিতেই বধূর আত্মহত্যার তত্ত্বে সন্দেহ
জানা গিয়েছে, যুবকের নাম শামিম মণ্ডল। অন্যদিকে, অভিযুক্ত মহিলার নাম নয়ন ক্ষেত্রপাল। এদিন ভরা রাস্তাতেই হাঁসুয়া দিয়ে শামিমকে কোপাতে থাকেন ওই মহিলা। রাস্তা দিয়ে পথ চলতি মানুষেরা এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান। স্থানীয় সূত্রের খবর, যুবকের বাড়ি কপুরডাঙ্গা এলাকায়। অভিযুক্ত মহিলা এবং মৃত যুবক দুজনেই বিবাহিত। তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তবে সম্প্রতি তাদের সে সম্পর্কে চির ধরে। যদিও সেই সম্পর্কের কথা অস্বীকার করেছেন যুবকের মা শরিফা বিবি।
তিনি জানান, ওই মহিলাকে দিদি পাতিয়ে ছিলেন শামিম। গতকাল রাতে ওই মহিলা তাদের বাড়ি গিয়েছিল। সেখানে ওই মহিলা শামিমকে হুমকিও দিয়ে গিয়েছিল বলে অভিযোগ। এরপর আজ বুধবার সকালে ওই মহিলা শামিমকে ফোন করে বাড়ি থেকে ডাকে। এরপর বাজারে আসার রাস্তাতেই শামিমকে ভরা রাস্তায় হাঁসুয়া নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন মহিলা। তবে অন্যান্যরা ছুটে গিয়ে আটকানোর আগেই গুরুতর চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন শামিম।
ঘটনায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে নিয়ে গিয়েও বাঁচানো সম্ভব হয়নি শামিমকে। তবে খুনের কারণ ঠিক কী ? এখনও পর্যন্ত তা সঠিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, মহিলার দাবি, শামিম কিছুতেই তার পিছু ছাড়ছিলেন না। লাগাতার বিরক্ত করে যাচ্ছিলেন তাকে। এমনকী মাঝে মধ্যেই তার সঙ্গে দেখা করার জন্য চাপ দিতেন। এদিনও তিনি তার সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন। এলাকার একটি শিব মন্দিরের সামনে তাকে খুন করা হয় বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শামিম পেশায় একজন কৃষক। এর আগে তিনি ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন। তবে গত একবছর ধরে তিনি বাড়িতেই আছেন এবং চাষবাস করছেন।