বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কলকাতার প্রথম করোনা আক্রান্তের চিকিৎসক বাবার সদস্যপদ খারিজের প্রস্তাব এখনও আসেনি, জানালেন IMA-র সর্বভারতীয় সভাপতি

কলকাতার প্রথম করোনা আক্রান্তের চিকিৎসক বাবার সদস্যপদ খারিজের প্রস্তাব এখনও আসেনি, জানালেন IMA-র সর্বভারতীয় সভাপতি

কলকাতার প্রথম করোনা আক্রান্তের বাবার সদস্যপদ খারিজের প্রস্তাব আসেনি, জানাল আইএমএ (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

নিজে চিকিৎসক হওয়া সত্ত্বেও রাজ্যের প্রথম করোনাভাইরাস আক্রান্তের বাবা সতর্কতা অবলম্বন করেননি।

রাজ্যে প্রথম করোনাভাইরাস আক্রান্তের চিকিৎসক বাবার সদস্যপদ খারিজের কোনও প্রস্তাব এখনও পাননি। জানালেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) সর্বভারতীয় সভাপতি রঞ্জন শর্মা।

আরও পড়ুন :গৃহবন্দি না থেকে বিয়ে-ফুটবল ম্যাচে করোনা আক্রান্ত, আশঙ্কার দোলাচলে কাসারগড়

নিজে চিকিৎসক হওয়া সত্ত্বেও রাজ্যের প্রথম করোনাভাইরাস আক্রান্তের বাবা সতর্কতা অবলম্বন করেননি। ছেলে লন্ডন থেকে ফেরার পর তাঁর সঙ্গে সময় কাটিয়ে কৃষ্ণনগরে গিয়ে চেম্বার করেছেন। শিশুদের দেখেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখেননি। সেজন্য প্রশ্নের মুখে পড়ে ওই চিকিৎসকের ভূমিকা।

আরও পড়ুন : COVID 19 Update- ভারতে করোনা আক্রান্ত ২৫৮, নিউমোনিয়ার রোগীদের পরীক্ষার ব্যবস্থা

অবিবেচকের মতো আচরণের নিন্দা করেন আইএমএ-র রাজ্য সম্পাদক শান্তনু সেন। তিনি বলেন, 'ছেলের সঙ্গে দেখা করার পর রোগীদের চিকিৎসা করা অত্যন্ত অনৈতিক। তিনি খুব ভালোভাবেই জানতেন, ছেলে লন্ডন থেকে এসেছেন ও একজন সন্দেহভাজন। এটা করে (রোগী দেখে) উনি অন্যদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন।' সেজন্য তাঁর আইএমএ সদস্যপদ খারিজের প্রস্তাব পাঠানো হবে বলে জানান শান্তনু। তাঁর কথায়, 'এনিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যস্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই চিকিৎসকের সদস্যপদ খারিজের জন্য আমরা সংগঠনের সদর দফতরে প্রস্তাব পাঠাব। ব্যক্তিগতভাবেও আমি আইএমএ সভাপতির সঙ্গে কথা বলব।'

আরও পড়ুন : রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ৩, এবার স্কটল্যান্ড ফেরত যুবতীর শরীরে ভাইরাস

যদিও সেই প্রস্তাব এখনও তাঁদের কাছে পৌঁছায়নি বলে জানান আইএমএ-র সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, 'এরকম কোনও প্রস্তাব আমাদের কাছে আসেনি। যে কোনও চিকিৎসকের আইএমএ সদস্যপদ খারিজের আগে একটি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলতে হয়।'

আরও পড়ুন : Coronavirus Queries- WhatsApp-এ এই নম্বরে মেসেজ করলেই মিলবে উত্তর

এবিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি করোনা আক্রান্তের বাবা। তিনি বলেন, 'আমি এনিয়ে কোনও মন্তব্য করতে চাই না।'

আরও পড়ুন Janta curfew: 'জনতা কার্ফু'-র জেরে রবিবার বাতিল ৩,৭০০ ট্রেন

একইসঙ্গে করোনা আক্রান্তের বাবাকে শো-কজ করার প্রস্তাবও পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের কাছে পাঠানো হবে বলে জানান রাজ্য়সভার সাংসদ। তিনি বলেন, 'যদি তাঁর (ওই চিকিৎসক) উত্তর সন্তোষজনক না হয়, তাহলে তাঁর রেজিস্ট্রেশন একেবারে বাতিল করে দেওয়া উচিত (বলে সুপারিশ পাঠানো হয়েছে)। '

আরও পড়ুন : Covid-19 precautions: মাস্ক পরলেই কি সংক্রমণ এড়ানো যায়?


বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি নির্মল মাজি বলেন, 'যদি কোনও রোগীর থেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পাই ও আইএমএ-র তরফে কোনও প্রস্তাব পাঠানো হয়, তবে আমরা অবশ্যই বিষয়টি দেখব।'::

বন্ধ করুন