গোপনাঙ্গে ফোঁড়া নিয়ে বন্ধুদের গঞ্জনার জেরে অবসাদে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনা পূর্ব মেদিনীপুরের রামনগরের। রেল লাইন থেকে নিহত প্রীতম দাস (২২)এর ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় একটি আত্মহত্যার অভিযোগ দায়ের করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই যুবক গোপনাঙ্গে ফোঁড়ার সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। চিকিৎসা চলছিল তাঁর। এই নিয়ে তাঁর বন্ধুরা তাঁকে সব সময় উত্যক্ত করতেন বলে অভিযোগ। এমনকী তিনি কোনও দিন সন্তানের পিতা হতে পারবেন না বলেও ভয় দেখানো হত তাঁকে। যার জেরে ক্রমশ অবসাদ গ্রাস করে। নিজেকে ঘরবন্দি করে ফেলেন তিনি।
শুক্রবার রামনগরে রেল লাইনে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই জানা যায় সেটি প্রীতমের দেহ। খবর যায় কাঁথি RPFএ। সেখান থেকে রেলকর্মীরা এসে দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান।
ঘটনার তদন্তে নেমে নিহত যুবকের বন্ধুদের জেরা করছে পুলিশ। এই আত্মহত্যার পিছনে কারও প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও প্ররোচনা রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে।