কাকার সঙ্গে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হল এক নাবালক। তার পেটে গুলি লাগে। আহত হয়েছেন তার কাকাও। ঘটনাটি মুর্শিদাবাদের দৌলতাবাদের।
দৌলতাবাদে সোনার দোকান সৌরভ সেন নামে ওই নাবালকের কাকার। গতরাতে দোকান বন্ধ করে কাকার সঙ্গে বহরমপুরের বাড়িতে ফিরছিল অষ্টম শ্রেণীর ছাত্র সৌরভ সেন। কিছুটা যাওয়ার পরই সৌরভের কাকাকে বাইক থামাতে বলে কয়েকজন দুষ্কৃতী। ছিনতাইয়ের ভয়ে বাইকের গতি বাড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সৌরভের কাকা। সেই সময় বাইক লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
পেটে গুলি লাগে সৌরভের। আহত হন তার কাকা। তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে সৌরভের অস্ত্রোপচার হয়। আপাতত স্থিতিশীল রয়েছে সে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, রাত বাড়লেই ওই রাস্তায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ে। প্রায়শই ছিনতাইয়ের ঘটনা ঘটে।