বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Berhampur murder case: বাগুইআটি কাণ্ডের ছায়া বহরমপুরে, অপহরণ করে যুবককে খুন! বন্ধুরাই কি জড়িত?

Berhampur murder case: বাগুইআটি কাণ্ডের ছায়া বহরমপুরে, অপহরণ করে যুবককে খুন! বন্ধুরাই কি জড়িত?

পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়েছেন মৃত যুবকের বাবা। নিজস্ব ছবি।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবার একটি বেকারী রয়েছে। গতকাল সন্ধে সাতটার সময় তার কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। এরপর অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও সে বাড়ি ফেরেনি। রাত্রি দশটা নাগাদ ওই যুবকের ফোন থেকে অন্য একজন বাড়িতে ফোন করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। 

উত্তর ২৪ পরগনার বাগুইআটি কাণ্ডের ছায়া মুর্শিদাবাদের বহরমপুরে। অপহরণ করে এক যুবককে খুনের অভিযোগ উঠল। বহরমপুর থানার অন্তর্গত ফতেপুর অঞ্চলে নব নির্মিত রাস্তার পাশে যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম বাপ্পা মণ্ডল (২৪)। তার বাড়ি উত্তরপাড়া এলাকায়। কে বা কারা তাকে খুন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া মৃতদেহের কিছুটা অংশ শেয়ালে খুবলে বলে অনুমান পুলিশের। মৃতদেহ উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অপহরণের পর মুক্তিপণ চেয়ে প্রথম মেসেজ এসেছিল অতনুর বান্ধবীর কাছে

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবার একটি বেকারী রয়েছে। গতকাল সন্ধে সাতটার সময় তার কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। এরপর অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও সে বাড়ি ফেরেনি। রাত্রি দশটা নাগাদ ওই যুবকের ফোন থেকে অন্য একজন বাড়িতে ফোন করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে পুলিশকে না জানানোরও হুমকি দেয়। এরপর বাপ্পার বাবা মিলন মণ্ডল কোনওভাবে দেড় লক্ষ টাকা যোগাড় করতে সক্ষম হন। এরইমধ্যে তিনি থানায় গিয়ে পুলিশকে জানান। তারপরে অপহরণকারীদের নির্দিষ্ট করে দেওয়া জায়গায় যুবকের বাবা পৌঁছলে তার সঙ্গে পুলিশকে দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে যায় অপহরণকারীরা। বাপ্পার বাবার কথায়, দুষ্কৃতীরা আড়াল থেকে পুলিশকে দেখে ফেলেছিল। পুলিশের খবর দিয়েছে জানতে পেরে অপহরণকারীরা মোবাইলের সুইচ অফ করে দেয় এবং সকালে ছেলের লাশ পাওয়া যাবে জানিয়ে দেয়। সেই মতো গতকাল সকালে ফতেপুর এলাকায় নতুন রাস্তার পাশে মৃতদেহ উদ্ধার হয় যুবকের।

ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। তার মায়ের কথায়, ‘ওরা পুলিশকে জানাতে বারণ করেছিল। পুলিশকে খবর দেওয়া হয়েছে জানতে পেরে ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। পুলিশকে জানানোয় কাল হল।’ এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বন্ধ করুন