স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়ানোর অভিযোগ তুলে নাবালক শ্যালককে অপহরণ করলেন এক ব্যক্তি। অভিযুক্ত নকুল গোয়েল উত্তর প্রদেশের আগরার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। তবে অভিযুক্ত যা বলছেন তা সবটা হজম হচ্ছে না তদন্তকারীদের।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণ হয় তৃতীয় শ্রেণির ওই ছাত্র। বাড়ি থেকে কিছু দূরে খাবার আনতে গিয়ে আর ফেরেনি সে। এর পর তার দিদির ফোনে একটি ভিডিয়ো পাঠিয়ে মুক্তিপণ চাওয়া হয়। বহরমপুরের একটি গেস্ট হাউজে এসে টাকা দিয়ে যেতে বলে অপহরণকারী। কিন্তু নাবালকের দিদি পুলিশকে বিষয়টি জানান। এর পর সাদা পোশাকের পুলিশ গেস্ট হাউজে গিয়ে অচেতন অবস্থায় নাবালককে উদ্ধার করে। গ্রেফতার করে নকুলকে।
ধৃতের দাবি, মাস কয়েক আগে বহরমপুরের বদরপুরের তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর উত্তর প্রদেশে শ্বশুরবাড়ি যেতে বেঁকে বসেন স্ত্রী। চাপ দিলে স্ত্রী বলেন, বহরমপুরে তাঁর সঙ্গে একজনের পরকীয়া সম্পর্ক রয়েছে। এর পরই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে সে। নাবালক শ্যালককে অপহরণ করে শ্বশুরবাড়ি থেকে টাকা আদায়ের চক্রান্ত করে।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি যা বলছেন তার কতটা সত্য তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। সেজন্য তাঁর স্ত্রীসহ অন্যদের জেরা করা হচ্ছে। অপহরণের পর নাবালককে কোনও নেশার জিনিস খাওয়ানো হয়েছিল। যার ফলে অজ্ঞান হয়ে যায় সে। ঘটনায় হতবাক নাবালকের পরিবার। অভিযুক্তের শাস্তি দাবি করেছে তারা।