বর্ধমান শহরের শাঁখারিপুকুর এলাকার ব্যস্ত রাস্তা। চারদিকে চলাচল করছে মানুষ, টোটো, বাইক দুপুরের ব্যস্ত সময়। এই সময়ই এক চাঞ্চল্যকর দৃশ্য চোখে পড়ে পথচলতি মানুষের। বাইক চালাতে চালাতেই এক যুবক প্রকাশ্যে যৌনাঙ্গ বের করে অসভ্য অঙ্গভঙ্গি করছে। কাছেই চলছে একটি টোটো, তাতে বসে রয়েছেন এক তরুণী ও অন্যান্য যাত্রী। প্রথমে কেউ বিষয়টি বুঝতে না পারলেও যুবকের আচরণ যত বাড়তে থাকে, ততই অস্বস্তি ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: ভারতে ধর্ষণ রুখতে আন্তর্জাতিক মঞ্চে চাপ বাড়ানোর লক্ষ্য, ব্রিটেনে শুরু প্রচার
জানা গেছে, সামনের টোটোতে বসা তরুণী বারবার চোখ ঘুরিয়ে এড়িয়ে যেতে চেষ্টা করলেও অভিযুক্ত যুবক ইচ্ছে করেই টোটোর দিকে এগিয়ে এসে কুৎসিত ইঙ্গিত করতে থাকে। কখনও কাছে এসে বিকৃত অঙ্গভঙ্গি, কখনও দূর থেকে নগ্নতা প্রদর্শন সবটাই দিনের আলোয়, জনসমক্ষে। আশপাশে অন্যান্য বাইক, রাস্তায় মানুষজন কেউ দেখেও মুখ ফিরিয়ে নিয়েছে। কোনো প্রতিবাদ কেউ করেননি। ঘটনাটি প্রায় এক মাস আগে ঘটলেও, সম্প্রতি সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা তোলপাড় সৃষ্টি করেছে।
ভিডিয়ো দেখে পুলিশই প্রথমে এই তরুণীর সঙ্গে যোগাযোগ করে। এরপর শুক্রবার ওই তরুণী বর্ধমান থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। থানার সামনে দাঁড়িয়ে তিনি জানান, প্রথমে তিনি খেয়াল করেননি। মাস্ক পরে ছিল যুবক। হঠাৎ সামনে এসে এমন আচরণ শুরু করে। তিনি প্রতিবাদ করলেও থামেনি। শেষমেশ তিনি ভিডিয়ো করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি বর্ধমানের নীলপুর এলাকায়। কিন্তু সে ইতিমধ্যেই এলাকা ছেড়ে পলাতক। তার সন্ধানে তল্লাশি চলছে। পথঘাটে মানুষের ভিড়ের মধ্যেই যুবকের এমন অশ্লীল ও ভয়ঙ্কর আচরণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। দিনের বেলা, জনসমক্ষে, এক তরুণীর প্রতি এমন নোংরা মানসিকতার প্রদর্শন কীভাবে পেল ওই যুবক তাই নিয়ে উঠেছে প্রশ্ন।