আরজি করে তরুণী চিকিৎসককে যৌন হেনস্থা করে খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য। অভিযুক্তের শাস্তি এবং নিরাপত্তার দাবিতে জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলিতে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। অন্যান্য হাসপাতালগুলির মধ্যে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। ঠিক সেই মুহূর্তেই রায়গঞ্জ মেডিক্যালে ডাক্তারির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠে গেল মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। এই অভিযোগে ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিল। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ চত্বর।
আরও পড়ুন: আরজিকরের ঘটনায় কলকাতায় জাতীয় মহিলা কমিশন, চারজনকে জেরা লালবাজারে
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির একেবারে উলটোদিকে কলেজের ক্যান্টিনের কাছে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ এবং ইসলামপুর মহকুমা হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। সেখানে সমস্ত ওপিডি বন্ধ থাকলেও জরুরি বিভাগ ও ইনডোর খোলা আছে। রায়গঞ্জ মেডিক্যালে ছাত্রী সেই কর্মবিরতিতে যোগ দিতে গিয়েই এমন কাণ্ড ঘটে।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রের খবর, রায়গঞ্জ মেডিক্যালের তৃতীয় বর্ষের ওই ছাত্রী আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় ওই যুবক তার সঙ্গে অভব্য আচরণ করে। ঘটনায় চিৎকার চেঁচামেচি করেন ওই ছাত্রী। মুহূর্তে অনেক লোক সেখানে জড়ো হয়ে যায়। এরপরেই ছাত্রী পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানান। ঘটনার প্রায় সঙ্গেসঙ্গে তৎপরতার সঙ্গে পুলিশ যুবককে গ্রেফতার করে।
পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের নাম জীবন রাজবংশী। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তারা এক আত্মীয় ভর্তি রয়েছে। সেই আত্মীয়কে দেখতেই ওই যুবক হাসপাতালে এসেছিল। আর তারপরেই এরকম কাণ্ড করে বসে। তবে আরজি কর কাণ্ডের আবহে এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র ক্ষোভ তৈরি হয় জুনিয়র ডাক্তারদের মধ্যে।
এবিষয়ে হাসপাতালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় জানান, এক যুবকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার সঙ্গেসঙ্গে পুলিশ তৎপরতার সঙ্গে যুবককে গ্রেফতার করেছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।