জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের সপ্তম দিনেও হেলদোল নেই সরকারের। ওদিকে ডাক্তারবাবুদের দাবি যে একেবারে ন্যায্য তা ফের প্রমাণিত হল বাঁকুড়ায়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ় হস্টেলের শৌচাগারে ঢুকে হস্তমৈথুন করার সময় ধরা পড়ল এক যুবক। এই ঘটনায় শুক্রবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালে। নিরাপত্তার দাবিতে হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান হস্টেলের আবাসিকরা।
আরও পড়ুন - 'পশ্চিমবঙ্গে বাংলাদেশের রোগ!', পুজোয় মাইক বাজালে মূর্তি ভাঙচুরের হুমকি ফালাকাটায়
পড়তে থাকুন - গার্ডেনরিচে মণ্ডপে ঢুকে পুজো বন্ধ করার হুমকি দুষ্কৃতীদের, দাবি শুভেন্দুর
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় লেডিজ় হস্টেলের শৌচাগারে ঢুকে এক মহিলা ডাক্তারি পড়ুয়া দেখেন সেখানে এক যুবক বসে হস্তমৈথুন করছেন। দেখেই চিৎকার করে ওঠেন তিনি। ওদিকে বিপদ বুঝে শৌচাগারের দরজা বন্ধ করে দেয় যুবক। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে যুবককে গ্রেফতার করে। এই ঘটনায় হস্টেলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আবাসিকদের দাবি, কয়েকদিন আগেও হস্টেলে এক বহিরাগত যুবক ধরা পড়েছিল। তবে তাকে ধরা যায়নি। তার পর হস্টেলের নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ওই যুবক নিজেকে অভিভাবক পরিচয় দিয়ে হস্টেলে ঢোকার চেষ্টা করেন। কিন্তু তখন তাঁকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। এর পর সবার চোখ এড়িয়ে মেইন গেট দিয়ে হস্টেলে ঢোকে সে।
আরও পড়ুন - দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি
এই ঘটনার পর অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন আবাসিকরা। তাঁদের দাবি, বারবার নিরাপত্তার আশ্বাস দিলে কার্যক্ষেত্রে তা করা হয় না। এর ফলে হস্টেলে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের। শুক্রবার সন্ধ্যার ঘটনার পর ফের হাসপাতালের নিরাপত্তা ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।