ফেসবুকে প্রতিবেশীর ছবিতে অপছন্দের মন্তব্য করায় আক্রান্ত যুবক। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার কামারহাটির ঘটনা। ঘটনার ভিডিয়ো ইতমধ্যে ভাইরাল হয়েছে। বেলঘরিয়া থানায় দায়ের হয়েছে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের খুঁজছে।
আক্রান্ত ওমপ্রকাশ ঠাকুর জানিয়েছেন, গত ৯ ডিসেম্বর প্রতিবেশী ফেসবুকে প্রতিবেশী জয়ন্ত সিংয়ের ছবিতে Ha Ha রিঅ্যাক্ট করেছিলেন তিনি। সেই মন্তব্য পছন্দ হয়নি জয়ন্তর। তার জেরে রবিবার সন্ধ্যায় আড়িয়াদহ পাঠবাড়ি লেনে তাঁর ওপর হামলা চালায় জয়ন্ত ও তাঁর অনুগামীরা। নাইটগার্ডের ডিউটিতে যাওয়ার সময় বঁটি ও বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রাতেই বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
আহত ওমপ্রকাশের সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসরা জানিয়েছেন তাঁর ডান চোখের অবস্থা গুরুতর। অভিযুক্তরা পলাতক। বেলঘরিয়া থানা সূত্রের খবর, এই ঘটনায় বারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হতে পারে।