কালীপুজোয় শব্দবাজির দাপট বেড়েছে বলে অভিযোগ এসেছে কলকাতা ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের ফরাক্কায় শব্দবাজি ফেটে মৃত্যু হল ১ যুবকের। নিহতের নাম পল্লব সরকার (৩২)। ফরাক্কার আকুরা গ্রামের বাসিন্দা তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার কালীপুজোর পরের রাতে বন্ধুদের সঙ্গে শব্দবাজি ফাটাচ্ছিলেন পল্লববাবু। তখনই একটি পটকার সলতেয় আগুন ধরিয়ে ছোড়ার পর সেটি নিভে যায়। বাজির সলতেয় আগুন রয়েছে কি না তা দেখতে এগিয়ে যান পল্লব। তখন তাঁর মুখের কাছে ফাটে পটকাটি। বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বীরভূমের গ্রামজুড়ে ছুটে বেড়াচ্ছে প্রাণীটি কে? অবাক করা ঘটনা দেখে ভিড় মানুষের
উৎসবের রাতে হঠাৎ এই মৃত্যুতে শোকের পরিবেশ গোটা গ্রামে। ওদিকে নিষেধাজ্ঞা সত্বেও কী করে এলাকায় শব্দবাজি বিক্রি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। এই ঘটনায় বেআইনি শব্দবাজি ফাটানোয় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বলে রাখি, কালীপুজোর রাতে উত্তর ২৪ পরগনায় মিনাখাঁর মালঞ্চ এলাকায় শব্দবাজি ফেটে মৃত্যু হয় ১ কিশোরের। কালীপুজোর রাতে তুূবড়ি ফাটানোর সময় বাজিতে বিস্ফোরণ হয়। বাজির টুকরো এসে লাগো কিশোরের গলায়। এই ঘটনায় ৫ জন নাবালক ও নাবালিকা আহত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।