বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বেপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছিল বাইক, প্রতিবাদ করতেই মারধর যুব তৃণমূল যুব নেতাকে

বেপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছিল বাইক, প্রতিবাদ করতেই মারধর যুব তৃণমূল যুব নেতাকে

আহত যুব তৃণমূল ব্লক সভাপতি ইমরান হাসান। নিজস্ব ছবি।

যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও ব্যক্তি জড়িত নেই বলে জানিয়েছেন ইমরান হাসান।

বাইক আরোহী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন মালদার মানিকচকের ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ইমরান হাসান। ঘটনায় তিনি আহত হয়েছেন। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সভাপতি। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে তদন্ত নেমেছে মানিকচক থানার পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও ব্যক্তি জড়িত নেই বলে জানিয়েছেন ইমরান হাসান।

তাঁর অভিযোগ, মদ্যপ কিছু যুবক এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। তিনি জানান, গতকাল রাতে তিনি সপরিবারে সরস্বতী পুজোর প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন। অভিযোগ, মথুরাপুর চৌরঙ্গীমোড় মোর এলাকায় আসার পরেই মোমো খাওয়ার জন্য তিনি গাড়ি থামিয়ে ছিলেন। সেই সময় বেশ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় বাইকে করে তার গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় তিনি প্রতিবাদ করেন। আর তাতেই মদ্যপ যুবকরা তার উপর চড়াও হয়। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে মথুরাপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ব্লক সভাপতির অভিযোগ করেছেন, বাইক আরোহীরা মদ্যপ অবস্থায় ট্রাফিক আইনের তোয়াক্কা না করে দাপিয়ে বেড়াচ্ছিল। বাইক আরোহীদের বেধড়ক মারে মুখ সহ গোটা শরীরে আঘাত লাগে তৃণমূল ব্লক সভাপতির। পরে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। জখম অবস্থায় তাঁকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপরের বাইক আরোহী দের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমরান হাসান।

তবে ঘটনার সঙ্গে রাজনৈতিক কেউ জড়িত নয় বলেই তিনি জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'মানিকচকের ইমরানের শত্রুকেও নয়। যারা করেছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই ঘটনা ঘটিয়েছে।'

বাংলার মুখ খবর

Latest News

মস্কোয় সন্ত্রাসী হামলার পর এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.