পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আবারও দুয়ারে সরকার শিবির চালু হচ্ছে রাজ্যজুড়ে। এই শিবিরে সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। জমা দেওয়া সকলের আবেদনপত্র খতিয়ে দেখা হবে এরপর। এই আবহে আবেদনের জন্য বেশ কিছু নথি আবশ্যক।
1/4দুয়ারে সরকারে আবেদনের জন্য আবেদনকারীর আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। কারও যদি এই দুটি না থেকে থাকে তাহলে তাকে চিহ্নিত করে শিবিরেই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার রাজ হবে বা আধার কার্ডের জন্য আবেদন জানানো যাবে।
2/4এ ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে হলে সেই সংক্রান্ত সমস্ত নথি পত্র সঙ্গে নিয়ে আসা আবশ্যক। যেমন, কৃষি জমির মিউটেশন ও জমি রেকর্ডের ভুল সংশোধনের জন্য আবেদনকারীকে আনতে হবে রেজিস্টার্ড দলিলের কপি, একাধিক হলফনামা, আইনি উত্তরাধিকার সংক্রান্ত সার্টিফিকেটের কপি ইত্যাদি। পাশাপাশি লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো।
3/4এবার দুয়ারে সরকার শিবিরে পোস্ট অফিসের নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগ মিলবে। শুধুমাত্র আধার কার্ড দেখালেই খোলা যাবে এই অ্যাকাউন্ট। এমনকী, সঙ্গে ছবিও আনতে হবে না আবেদনকারীকে।
4/4এই বছর থেকে দুয়ারে সরকারে যোগ হচ্ছে মৎস্যজীবীজদের জীবন বিমাও। বিমার সুবিধা পেতে দুয়ারে সরকার শিবিরে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে মত্স্যজীবীদের। আবেদনকারীর নমিনির নাম, সম্পর্ক, ঠিকানা ও বয়স দিতে হবে। সেই সঙ্গে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য।