শীতে কলকাতায় বড় সুখবর। সাঁতরাগাছি ঝিলে দেখা গেল এমন আট প্রজাতির হাঁস, বহু বছর যাদের কোনও খোঁজ ছিল না এ চত্বরে। কোথা থেকে এল এরা? কেন বিরল প্রজাতির হাঁসগুলি হারিয়ে গিয়েছিল? পরিবেশপ্রেমী এবং বিশেষজ্ঞরা এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
হালে সাঁতরাগাছি ঝিলে পাখিগণনার কাজ করেছেন অঞ্জন বসু রায় এবং তাঁর সহকর্মীরা। তাঁদের গণনাতেই প্রথম ধরা পড়ে এই কাণ্ড। সংবাদমাধ্যমকে অঞ্জনবাবু জানিয়েছেন, হালে সাঁতরাগাছি ঝিলে পাখি গণনার কাজ করতে গিয়ে তাঁরা দেখেন, নতুন করে আট প্রজাতির হাঁস সেখানে দেখা যাচ্ছে। এই আট প্রজাতির হাঁস গত বেশ কয়েক বছরে একেবারেই দেখা যায়নি এখানে। কিন্তু কেন ফিরে এল তারা?
অঞ্জনবাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর পিছনে রয়েছে, পরিবেশের ভূমিকা। এই আট প্রজাতির হাঁস ফিরে আসার অর্থ হল, সাঁতরাগাছির ঝিলের পরিবেশের মান আবার আগের মতো উন্নত হয়েছে। আর তাই এই সব পাখিরা আবার এখানে আসছে।
কিন্তু কেন এই ঘটনা ঘটেছে? বিশেষজ্ঞরা বলছেন, ঝিলের জলের উন্নতির কারণে এই ঘটনা ঘটেছে। এর আগে সাঁতরাগাছির ঝিলের জল পানায় ভরে গিয়েছিল। পানার সংখ্যা বৃদ্ধি পেলে পাখির আসার ঘটনা কমতে থাকে। তার কারণ পাখিরা যখন উপর দিয়ে উড়ে যায়, তারা পানায় ঢাকা জলাশয়কে চিহ্নিত করতে পারে না। আর সেটির কারণে পাখিরা এই জলে নামে না। আবার পানার সংখ্যা একেবারে কমে গেলে জলের মানও খারাপ হতে পারে। তাতেও পাখিদের আসা কমে।
ফলে দরকার এমন মাত্রার পানা, যাতে জলের মানও ভালো থাকবে, আবার উপর থেকে পাখিরা সেটি দেখে জলাশয়কে চিহ্নিতও করতে পারবে। আর বহু বছর পরে সেটিই আবার ঘটেছে। আর তাই সাঁতরাগাছির ঝিলে ফিরে এসেছে এই আট প্রজাতির হাঁস।
কোন কোন প্রজাতির হাঁস রয়েছে এই তালিকায়? বিশেষজ্ঞরা জানিয়েছেন, উইজিয়ন, ফেরুজিনাস পোচার্ড, নর্দার্ন পিনটেইল, গাডওয়াল, নব-বেইলড ডাক, গারগ্যানি, কটন পিগমি গুজ— এই আট প্রজাতির হাঁস রয়েছে তালিকায়। গত শনিবার এই ঘটনার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আগামী দিনে এই ঝিলের পরিবেশ আরও উন্নত হল শীতকালে পাখিদের ফিরে আসার পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন পরিবেশবিদরা। কলকাতা, হাওড়া এবং সাঁতরাগাছি এলাকার পরিবেশের জন্য এটি অত্যন্ত ভালো খবর বলেও মনে করছেন তাঁরা।