বাংলা নিউজ > বাংলার মুখ > এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় (ফাইল ছবি)

খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

এদিন সকাল থেকেই রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে। সাত সকালে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সহ হেভিওয়েট চার রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই গ্রেফতারির বিরোধিতা করে সিবিআই-এর দফতরে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। প্রায় ৩ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও মমতা নিজাম প্যালেসের সিবিআই দফতরেই বসে। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, আমাকেও গ্রেফতার করুন। এই আবহে এবার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এদিন মেদিনীপুরের কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার উস্কানি দিয়েছেন মমতা, এই অভিযোগ এনেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছেল দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বক্তব্য, মমতা বলেছিলেন নির্বাচনের পর কেন্দ্রীয় বাহিনী চলে গেলে খেলা হবে। সেই মন্তব্যের জেরেই রাজ্যে হিংসা ছড়িয়েছিল ভোটের ফলাফল প্রকাশের পর।

উল্লেখ্য, ২ মে ভোটের ফলাফল প্রকাশের পরই রাজ্যের বিভইন্ন জায়গা থেকে হিংসার অভিযোগ আসতে থাকে। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বলে নবান্ন থেকে মমতা নিজে স্বীকার করেছিলেন যে রাজনৈতিক হিংসার জেরে রাজ্যে বিভিন্ন দলের ১৭ জন মারা গিয়েছেন। তবে মমতার সাফাই ছিল, হিংসার সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না। রাজ্যের আইনশৃঙ্খলার দায় তাই ছিল নির্বাচন কমিশনের উপর।

তবে দিলীপ ঘোষের অভিযোগ, বিভিন্ন নির্বাচনী জনসভায় মমতাকে বলতে শোনা গিয়েছে লাঠি, হাতা, খুন্তি নিয়ে বাহিনীকে আক্রমণ করার বার্তা। মমতার এই বক্তব্যের প্রেক্ষিতেই তৃণমূল কর্মীরা অনেক জায়গায় অস্ত্র নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করেছেন। এই কারণে হিংসা ছড়ানোর দায়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দিলীপ ঘোষের এই এফআইআর।

জানা গিয়েছে এফআইআর-এর কপি পাঠানো হয়েছে মেদিনীপুরের ওসি, রাজ্যপাল জগদীপ ধনখড়, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সচিব,  জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান, জাতীয় মহিলা কমিশনের প্রধানকে।

বন্ধ করুন