প্রেসিডেন্সি জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি ভুগছিলেন। জেলে অসুস্থবোধ করায়, তাঁকে চিকিৎসার জন্য এসএসকেম-এ নিয়ে যাওয়া হয়। সেখানেই পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছে বলে খবর। এর আগেও পার্থ চট্টোপাধ্যায়, প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই ঘটনার পর এদিন শ্বাসকষ্টজনিত সমস্যা তাঁর হয়েছে বলে খবর। এরপরই তাঁকে ভর্তি করা হয়।
বহু মিডিয়া রিপোর্টের দাবি, জেলবন্দি হওয়ার পর থেকে পায়ের সমস্যাতেও ভুগেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, জেলকর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার হঠাৎই তিনি অসুস্থ হন। জেলের ভিতরে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন। তারপরই তাঁকে এসএসকেএম-এ ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে চলা মামলায় বারবার নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেল কর্তৃপক্ষের সূত্রের খবর, কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের প্যানিক অ্যাটাক হয়েছিল। জেলের মধ্যেই তাঁর বুকে ব্যথা হয়। বিষয়টি নিয়ে তখনও এসএসকেএম-এ জানানো হয়।
উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, সদ্য ১৩ ডিসেম্বরস পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট জানায়, চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ হয়ে গেলে ১ ফেব্রুয়ারির আগেই জামিন পেতে পারেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশ মতো দ্রুত চার্জগঠন প্রক্রিয়ার দিকে এগোয় বিচার ভবনও। এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আজকের অসুস্থতা নিয়ে সেভাবে কিছু স্পষ্ট জানা যাচ্ছে না। মুখে মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাঁকে এসএসকেএম-এ পৌঁছতে দেখা যায়। বেশ কিছু মিডিয়া রিপোর্ট দাবি করছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এই মামলায় জামিন পেলেও সিবিআইয়ের প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা এখনও চলছে তাঁর বিরুদ্ধে। ফলে ইডির মামলায় জামিন পেলেও জেলে থাকতে হবে পার্থকে। রিপোর্ট বলছে, শীর্ষ আদালতের নির্দেশ মতো চার্জ গঠন হয়ে যাওয়ায় এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হওয়ায় নিম্ন আদালত এদিন পার্থকে জামিন দেয়।