এক মৃত ডলফিন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কায়। মঙ্গলবার সকালের দিকে এমন ডলফিনের মৃতদেহ উদ্ধার হতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। কীভাবে ওই ডলফিনের মৃত্যু হতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জানা যায়, মঙ্গল সকাল ৯ টা নাগাদ ফারাক্কার ঘাটপাড়া গঙ্গায় এই ডলফিনের মৃতদেহ উদ্ধার হয়।
উল্লেখ্য, ২০১০ সালে কেন্দ্রীয় সরকার গঙ্গার ডলফিনকে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্য়ানিম্যাল হিসাবে আখ্যা দিয়েছে। ভারতে এই নদীতে ইতিমধ্য়েই ২০০০ এমন বিরল প্রাণী রয়েছে। এদিকে, মঙ্গলবার ফরাক্কার গঙ্গায় হইচই ফেলে দিয়ে এই মৃত ডলফিন উঠে আসে। সেখানে উপস্থিত মৎসজীবীদের চোখে পড়ে এটি। ৫.৫ ফুটের একটি ডলফিন দেখা যায়। কয়েকজন মৎসজীবী জানান, স্থানীয়রা ওই ডলফিনকে ঘাটে আনতে সাহায্য করেছেন।
বনদফতরের তরফে জানানো হয়েছে, ডাউনস্ট্রিম ফরাক্কার বেনিয়াগ্রাম সংলগ্ন এলাকায় ওই ডলফিনের মৃতদেহ পাওয়া যায়। অনুমান করা হচ্ছে, মৎসজীবীরা মাছ ধরতে যেতেই সেখানে মাছের জালে ডলফিন আটকে পড়ে। ফলে শ্বাসরোধ হয়ে সে মারা যায়। তবে বনদফতর জানিয়েছে, ময়না তদন্ত হলে যাবতীয় কারণ স্পষ্ট হবে। বনদতফতর জানিয়েছে, ডলফিনদের গঙ্গায় ঘোরাফেরা সম্পর্কে চিরকালই সচেতন করা হয় মৎসজীবীদের। এরপর নতুন করে ফের আরেকবার সচেতন করা হবে।