আরজি কর আন্দোলনের সময় হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি খবরের শিরোনাম কেড়েছিলেন। এবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ঘিরে গর্জন মোনালিসা মাইতির কণ্ঠে। তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি এবার গর্জে উঠছেন বাংলাদেশে ক্রমাগত হিন্দুদের উপর অত্যাচার ঘিরে। আসন্ন রবিবার, হাওড়ার রবীন্দ্রভবনে তিনি জমায়েতের জন্য আহ্বান জানান সাধারণ মানুষকে।
মোনালিসা মাইতির সাফ বার্তা বাংলাদেশে যা হচ্ছে তা সমর্থনযোগ্য নয়। কলকাতার রাজপথ থেকে তিনি ওর প্রতিবাদে গর্জে উঠবেন। এর আগে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মোনালিসা মাইতি তাঁর স্কুলের ছাত্রীদের নিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন। ছাত্রীদের প্রতি তাঁর বক্তব্যের ভিডিয়ো সেই সময় ভাইরাল হয়েছিল। এরপরই সরকারের তরফে স্কুসগুসিতে এমন মিছিল না করার নির্দেশ যায়। সেই আরজি কর কাণ্ডের প্রতিবাদী মুখ তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের ‘বড় দি’ মোনালিসা এবার ফের খবরে।
এদিকে, বাংলাদেশে সদ্য হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে চট্টগ্রামে উত্তাল পরিস্থিতি দেখা যায়। নানান মহল থেকে এই গ্রেফতারির প্রতিবাদ করা হচ্ছে। আর বাংলাদেশে হিন্দুদের ওপর এই হামলার প্রতিবাদে এবার গর্জন মোনালিসা মাইতির। মোনালিসা বলছেন,'গত কয়েক মাস ধরেই আমাদের প্রতিবেশী দেশ উত্তাল। এতদিন চুপ করেছিলাম, তাঁদের রাজনৈতিক বিষয়ে মাথা গলাইনি। কিন্তু আমরা দেখছি স্বাধীন একটি দেশে সংখ্যালঘু তত্ত্ব দিয়ে নাগরিকদের মারা হচ্ছে।' মোনালিসার সাফ কথা,'বিবেক থাকলে এরমধ্যে কেউ চুপ করে থাকতে পারে না।' বাংলা সংবাদপত্র ‘আনন্দবাজার অনলাইন’কে তিনি একথা বলেন।
( ট্রাম্পের দেশে চন্দননগরের জয়ন্ত হচ্ছেন NIHর পরবর্তী ডিরেক্টর, কেমন মানুষ তিনি? বলছেন পরিজনরা)
বাংলাদেশের কোণঠাসা হয়ে পড়া সেই মানুষগুলোকে নিয়ে মোনালিসা বলছেন,' প্রত্যেক স্বাধীন দেশের শাসকের দায়িত্ব নাগরিকদের সমানভাবে পরিষেবা দেওয়া। বাংলাদেশের সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে। সেখানে যা হচ্ছে, তা ঠিক হচ্ছে না। এই বার্তাই আমি দিতে চাই।' তিনি বলেন,'আমি আগামী রবিবাক বিকেলে রবীন্দ্রসদনে সকলকে জড়ো করার ডাক দিচ্ছি। বাংলাদেশে মানুষ নিধনের যে যজ্ঞ শুরু হয়েছে, তা আমরা ভালো চোখে দেখছি না। কলকাতার রাজপথ থেকে এই বার্তা যেন দেওয়া হয়।'