করোনা সংক্রমণের আতঙ্ক সেই অর্থে নেই। ফের পুরোনো ছন... more
করোনা সংক্রমণের আতঙ্ক সেই অর্থে নেই। ফের পুরোনো ছন্দে বাঙালি দুর্গাপুজোর আনন্দে মেতেছে এই বছর। প্রথমা থেকেই রীতিমতো প্রতিমা দর্শন শুরু করে দিয়েছেন অনেকে। তবে করোনা না থাকলেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এই আবহে পুজোর দিনগুলিতে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা মিলবে তো?
1/5সপ্তমী–অষ্টমী বন্ধ থাকবে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের আউটডোর। সপ্তমী অবশ্য রবিবার পড়েছে। রবিবার আউটডোর বন্ধই থাকে। আর দুর্গাপুজোর অষ্টমীতে প্রত্যেক বছর আউটডোর বন্ধই থাকে। (Twitter)
2/5আউটডোর দু’দিন বন্ধ থাকলেও ইমার্জেন্সি, ইনডোর–সহ অন্যান্য পরিষেবা চালু থাকবে পুজোর সব দিনই। এদিকে পুজোতে প্রায় সবার ছুটি থাকলেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আগাম অনুমতি ছাড়া পুজোতে কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না। (Twitter)
3/5অধিকাংশ বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ থাকবে পুজোর সবকটা দিনই। তাছাড়া জরুরি কারণ ছাড়া রোগী ভর্তিও করা হবে না পুজোর দিনগুলিতে। দুর্গাপুজোর দিনগুলিতে সবসময় তাদের ইমার্জেন্সি চালু থাকবে। তাছাড়া আপৎকালীন অপারেশন চলবে এবং ক্রিটিক্যাল কেয়ার রোজ চালু থাকবে। (Twitter)
4/5পুজোয় রক্ত, অক্সিজেন, অ্যাম্বুলেন্সের জন্য ৯৮৩১০৬২১৫৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। সরকারি হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে পৌঁছলে সঙ্গে সঙ্গে চিকিৎসা পরিষেবা পাবেন। দিনরাত খোলা থাকছে ইমার্জেন্সি পরিষেবা। (Twitter)
5/5স্বাস্থ্য-অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘পুজোর সময় রোগীদের পরিষেবা থেকে বঞ্চিত রাখা যাবে না। রোগী ফেরানোর কোনও অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সুপার, সহকারী সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পুরো দায়িত্ব নিতে হবে।’ (Twitter)